ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সরবরাহ বাড়লেও দাম কমছে না মাছ ও শীতের সবজির

প্রকাশিত: ২২:৩৯, ১৫ জানুয়ারি ২০২২

সরবরাহ বাড়লেও দাম কমছে না মাছ ও শীতের সবজির

অর্থনৈতিক রিপোর্টার ॥ সরবরাহ বাড়লেও কমছে না মাছ ও শীতের সবজির দাম। গতবারের চেয়ে প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে শীতের সবজি। অন্যদিকে, চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের দেশী জাতের মাছ। অথচ শীতের এই সময়টাতে দাম কমার কথা মাছ ও সবজির। সংশ্লিষ্টরা বলছেন, গত নবেম্বর মাসে ঘূর্ণিঝড় জাওয়াদ ও ওই সময়ে টানা বৃষ্টির কারণে এবার কৃষি খেত ক্ষতিগ্রস্ত হওয়ার ধাক্কা এখনও কাটেনি। সেই সময়ে খেত-খামারে থাকা নতুন সবজির প্রায় সবই নষ্ট হয়ে যায়। এর একটি প্রভাব পড়েছে বাজারে। তবে জাওয়াদের সেই প্রভাব কাটিয়ে এখন আবার নতুন সবজির চাষ হচ্ছে কৃষকের মাঠে। আশা করা হচ্ছে, নতুন সবজি উঠলে দাম কমতে পারে। গত বছর এই সময়ে ২০-২৫ টাকায় বড় সাইজের ফুলকপি ও বাঁধাকপি পাওয়া গেলেও এবার সেই সবজি কিনতে ভোক্তাকে খরচ করতে হচ্ছে ৪০-৫০ টাকা পর্যন্ত। অর্থাৎ দ্বিগুণ দামে সবজি কিনতে হচ্ছে। এ প্রসঙ্গে কাওরান বাজারের সবজির পাইকারি ব্যবসায়ী মোঃ জসিম বলেন, জাওয়াদের কারণে এবার সবজি চাষ ব্যাহত হয়েছে। এ কারণে শীতের সবজির দাম তেমন কমছে না। তবে নতুন আবাদকৃত সবজি বাজারে আসলে দাম পড়তে শুরু করবে। একই অবস্থা মাছের বাজারেও। মাছের দাম কমছে না। শুকনো মৌসুমে হাওড়, নদীনালা, খালবিল, পুকুর এবং জলাশয়ের পানি কমায় বিপুল পরিমাণ মাছ ধরা পড়ছে। বাজারে দেশী জাতের মাছের সরবরাহ বাড়লেও দাম কমছে না। তবে কিছুটা কমেছে চিংড়ি মাছের দাম। প্রতিকেজি চিংড়ি আকার ও জাতভেদে বিক্রি হচ্ছে সাড়ে ৫০০ থেকে ৮০০ টাকায়। যা একমাস আগে কিনতে ভোক্তাকে ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত ব্যয় করতে হয়েছে। এছাড়া রুই, কাতল, আইর, বোয়াল এবং শোল মাছ চড়া দামে বিক্রি হচ্ছে। বাজারে ইলিশ মাছের সরবরাহ থাকলেও দাম বেশি। ৮০০-৯০০ গ্রাম সাইজের প্রতিকেজি ইলিশ মাছ বিক্রি হচ্ছে ১২০০ টাকায়। মাছ বিক্রেতারা বলছেন, আড়তে মাছের দাম বেশি। এ কারণে খুচরা বাজারে দাম কমছে না।
×