ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ছড়া

প্রকাশিত: ২২:৩৫, ১৫ জানুয়ারি ২০২২

ছড়া

ইচ্ছে কথা তুলি আলম ইচ্ছে করে পাখির মতো নীল আকাশে উড়তে, ডানা মেলে পাখির মতো দেশ-বিদেশে ঘুরতে। ইচ্ছে করে নৌকায় চড়ে ভাসতে নদীর বুকে, ঢেউয়ে ঢেউয়ে পাল তুলে দুলবো মনের সুখে। মা বলেছে ঘুরতে হলে পড়তে হবে বেজায়, পড়ালেখায় মানুষ হয়ে ঘুরো মজায় মজায়। ইচ্ছেগুলো এখন তবে তুলে দিলাম শিকেয় ঘুরবো আমি নদী-আকাশ লেখাপড়াটা শিখেই। * নতুন বইয়ের মজার ঘ্রাণে ইউনুছ আলী আজকে আমার মন ভাল,তাই- তাধিন তাধিন নাচছি, রঙবেরঙের নতুন বইয়ের ঘ্রাণ যে আবার পাচ্ছি! বাংলা বইয়ের ভেতর কেমন? ইংরেজিটার সাজ কী? গণিত বইয়ে আবার আছে যোগ-বিয়োগের কাজ কি? বিজ্ঞান বইয়ের স্বাস্থ্যবিধি মানতে হবে পুরো কী? দাস্ত হলে পানির সঙ্গে খেতে হবে গুড়ও কি? সাঁওতাল-মুরং-মারমা-খাসি পাবো কি ফের সমাজে? ধর্মে কি ঠিক লেখা আছে জান্নাত মিলে নমাজে? কত্তো ভাল লাগছে, আহা- দুলছি খুশির হাওয়াতে, মন হয়েছে উড়ুউড়ু- ডাকিস্ নে মা খাওয়াতে। * এই নববর্ষে রিয়াজ মাহমুদ রাতুল আছে যত জীর্ণতা ঘুচে যাক সব মুছে যাক দুঃখ-মিছে-অনুভব। দীপশিখা জ্বলুক আহা সব ঘরে ঘরে স্বপ্নরা রাঙা হোক নতুনকে ধরে। আছে যত বিদ্বেষ মুছে যাক সবি, স্বপ্নীল তুলিতে আঁকা হোক ছবি। সুরে সুরে শুরু হোক জীবনের গান, সজীবতা ফিরে পাক নিশ্চল প্রাণ। শূন্যতা-হাহাকার হোক সব দূর, পুরানকে পাছে ফেলে রাঙা হোক ভোর। ভালো স্মৃতি আছে যত থাকুক মনে, নতুনের জয়গান হোক প্রতিক্ষণে। কান্নারা দূরে যাক সুখ বিনিময়ে, নতুনটা শুরু হোক প্রেম-প্রণয়ে! জীবনটা ছেঁয়ে যাক প্রাপ্তির হর্ষে সব চাওয়া, পাওয়া হোক এই নববর্ষে।
×