ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জুনিয়র কর্মকর্তাদের বেতন ৫০ শতাংশ বাড়াল ব্র্যাক ব্যাংক

প্রকাশিত: ২১:৫৩, ১৫ জানুয়ারি ২০২২

জুনিয়র কর্মকর্তাদের বেতন ৫০ শতাংশ বাড়াল ব্র্যাক ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার ॥ এসপিও এবং এর নিচের গ্রেডের কর্মকর্তাদের বেতন ৫০ শতাংশ বৃদ্ধি করেছে ব্র্যাক ব্যাংক। নতুন এই বেতন কাঠামো চলতি বছরের ১ জানুয়ারি থেকে কার্যকর করা হয়েছে। ব্যাংকটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- ৭ হাজার ৫০০ জন ফুল-টাইম কর্মকর্তা নিয়ে ব্র্যাক ব্যাংক বাংলাদেশের ব্যাংকিং খাতের অন্যতম কর্মসংস্থান সৃষ্টিকারী প্রতিষ্ঠান। এই নতুন বেতন কাঠামো ব্যাংকের কর্মকর্তাদের উৎসাহিত করবে এবং নতুন কর্মকর্তা আকর্ষণে সাহায্য করবে। এছাড়া আগামী কয়েক বছরের মধ্যে বড় ধরনের প্রবৃদ্ধি অর্জনের পরিকল্পনা করছে ব্র্যাক ব্যাংক। সারাদেশে ব্যবসায়িক বিস্তৃতি বাড়ানোর লক্ষ্যে ২০২২ সালেই ১ হাজার ৮০০ জন নতুন কর্মকর্তা নিয়োগের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ প্রসঙ্গে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আরএফ হোসেন বলেন, গত কয়েক বছরের মধ্যে ব্র্যাক ব্যাংক লক্ষ্যণীয় প্রবৃদ্ধি অর্জন করেছে। তিনি বলেন, কর্মকর্তারাই এই সাফল্যের মূলশক্তি।
×