ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

তালা ভেঙে পটিয়ায় তিন মন্দিরে দুর্ধর্ষ চুরি

প্রকাশিত: ১৯:১৭, ১৪ জানুয়ারি ২০২২

তালা ভেঙে পটিয়ায় তিন মন্দিরে দুর্ধর্ষ চুরি

নিজস্ব সংবাদদাতা,পটিয়া, চট্টগ্রাম ॥ চট্টগ্রামের পটিয়ায় তিনটি মন্দিরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার গভীর রাতে পৌরসভার ২নং ওয়ার্ডের সুচক্রদন্ডী গ্রামের মিলন মন্দির সমিতির শ্রী শ্রী জগন্নাথ বাড়ি, স্বপন বিশ্বাসের বাড়ির বিষ্ণুমান্ডপ ও একই এলাকার জগন্নাথ ধামে এই চুরির ঘটনা ঘটে। তিনটি ধর্মীয় প্রতিষ্ঠানের তালা ভেঙে চোর মন্দিরে প্রবেশ করে মুর্তির গলা থেকে স্বর্ণের চেইন, প্রনামীর দানবাক্স, পিতলের থালা-বাটি, কাসা, সিসিটিভিসহ বিভিন্ন সরঞ্জাম চুরি করে নিয়ে যায়। রাত পৌনে ২টায় জগন্নাথ বাড়ির মন্দিরের তালা ভেঙে মালামাল লুট করার একটি ভিডিও সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়। শুক্রবার বিকেলে দক্ষিণ জেলা আওয়ামীলীগের সদস্য বিজন চক্রবর্ত্তী, মন্দির কমিটির সহ-সভাপতি দেবশ্রী চক্রবর্ত্তী, পটিয়া উপজেলা জন্মাষ্টমী পরিষদের সভাপতি মাষ্টার শ্যামল দে, পটিয়া উপজেলা পূজা পরিষদের সভাপতি যদুরঞ্জন চৌধুরী, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, হিন্দু-বৌদ্ধ-খৃষ্টার্ন ঐক্য পরিষদের পটিয়া উপজেলার সাধারণ সম্পাদক তাপস কুমার দেসহ পুলিশের একটি টিম মন্দির পরিদর্শন করেছেন। এব্যাপারে জগন্নাথ মন্দিরের সাধারণ সম্পাদক স্বপন বিশ্বাস বাদী হয়ে থানায় একটি অভিযোগ করার কথা জানিয়েছেন। পটিয়া থানার উপ-পরিদর্শক পরেশ চন্দ্র দে জানিয়েছেন, মন্দিরে চুরির ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত স্বাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
×