ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নিজ জমিতে লাল পতাকা হাতে বীরাঙ্গনা মাজেদা

প্রকাশিত: ১৯:১২, ১৪ জানুয়ারি ২০২২

নিজ জমিতে লাল পতাকা হাতে বীরাঙ্গনা মাজেদা

নিজস্ব সংবাদদাতা, মাধবপুর ॥ মাধবপুর উপজেলা প্রশাসন ও থানা পুলিশের হস্তক্ষেপে তার নামে বন্দোবস্তকৃত জমি অবশেষে দখল পেলেন বীরাঙ্গনা মাজেদা। শুক্রবার বিকেলে ঢাকা সিলেট মহাসড়কের পাশে মিরনগর গ্রামে লাল পতাকা হাতে নিয়ে মাজেদা বেগম তার দখল বুঝে নেন। এসময় মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম ও মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক সহ এলাকার মান্যগন্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন। ২০১৫সালে মিরনগর মৌজায় ঢাকা সিলেট মহাসড়কের পাশে সরকারি জায়গায় ৮শতক জমি সরকার বীর মুক্তিযোদ্ধা বীরাঙ্গানা মাজেদার নামে সাব কবলা করে দেন। কিন্তু মিরনগর গ্রামের জয়নাল মিযা নামে এক প্রভাবশালী ব্যাক্তি উক্ত জায়গা জোরপূর্বক দখল করে রাখে। জায়গা দখল পেতে অসহায় বৃদ্ধা বীরাঙ্গনা মাজেদা ৬ বছর ধরে প্রশাসনের কাছে সহযোগীতা চেয়ে আসছিলেন। কিন্তু কিছুতেই প্রভাবশালী জয়নাল মিয়ার কাছ থেকে জমি দখল নিতে পারছিলনা। সম্প্রতি জমির দখল পেতে মাজেদা বেগম মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নিকট একটি আবেদন করেন। শুক্রবার বিকেলে মাজেদা বেগমকে সঙ্গে নিয়ে তার জমি বুঝিয়ে দেন। মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম বলেন, বীরাঙ্গনা মাজেদা বেগম আমাদের ইতিহাস ও মুক্তিযুদ্ধের গর্ব । ভবিষ্যতে কেউ তার জায়গা নিয়ে কোন রকম অসুবিধা সৃষ্টি করলে তার বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করা হবে।
×