ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মাগুরায় ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগীতা ও গ্রামীন মেলা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৯:১০, ১৪ জানুয়ারি ২০২২

মাগুরায় ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগীতা ও গ্রামীন মেলা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, মাগুরা ॥ মাগুরায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহি ঘোড়াদৌড় প্রতিযোগীতা , গ্রামীন মেলা ও দুই দিন ব্যাপী বিচারগান আজ শুক্রবার বিকালে শেষ হয়েছে। মাগুরা সদর উপজেলার বড় শলই কলই ডাঙ্গা মাঠে অনুষ্টিত হয়েছে। গ্রামবাংলার ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি এলাকাবাসীদের আনন্দ দিতে শত বছর ধরে এ ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন হয়ে আসছে। শতবর্ষের প্রাচীন ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতায় মাগুরা, যশোর, নড়াইল, ফরিদপুর ও রাজবাড়ী জেলার ১০ টি ঘোড়া এই প্রতিযোগীতায় অংশ গ্রহন করে। প্রতিযোগীতায় যশোর জেলার অভয়নগর গ্রামের শাহজাহান এর ঘোড়া প্রথম স্থান, মাগুরা জেলার কালীশংকরপুর গ্রামের নজির মোল্লার ঘোড়া ২য় ও যশোর জেলার অভয়নগর গ্রামের আনোয়ার শেখের ঘোড়া ৩য় স্থান লাভ করে। প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সংসদ সদস্য. ড. বীরেন শিকদার। গ্রাম বাংলার ঐতিহ্যবাহি ঘোড়দৌড় প্রতিযোগীতা উপলক্ষে আয়োজিত গ্রামীন মেলায় নানা রকমের মিষ্টি, খেলার সামগ্রী, আসবাবপত্রের দোকান বসে। এলাকার হাজার হাজার দর্শক এই ঘোড়দৌড় প্রতিযোগীতা ও গ্রামীন মেলা উপভোগ করে।
×