ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চকরিয়ায় চার বসতগৃহ ভস্মিভুত

প্রকাশিত: ১৮:২৪, ১৪ জানুয়ারি ২০২২

চকরিয়ায় চার বসতগৃহ ভস্মিভুত

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ চকরিয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডে চার বসতঘর ছাই হয়ে গেছে। শুক্রবার সকাল ১১টায় চিরিংগা বুড়িপুকুরস্থ হিন্দুপাড়া বিশু কান্তি দে, লিটন কান্তি দে, হৃদয় দে, মৃত সুধাংশু বিমল দের ছেলে অমল কান্তি দের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, শুক্রবার সকল ১১টার দিকে নিরঞ্জন দে দে’র বাড়িতে আগুন লাগে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও মুহূর্তে তা ছড়িয়ে পড়ে। চারটি ঘর ও ঘরে থাকা আসবাবপত্র ভস্মীভূত হয়। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহায়তায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়ে যাওয়া পরিবারগুলোর ক্ষয়ক্ষতি নিরূপণ এবং তাদের কী পরিমাণ সহায়তা প্রয়োজন তা পর্যবেক্ষণের জন্য পরিদর্শন করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান। এসময় ক্ষতিগ্রস্ত চার পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। জেলা প্রশাসনের অনুদান পাওয়া গেলে তা ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে প্রদান করা হবে বলে জানান ইউএনও।
×