ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মহেশখালীতে ৪ সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

প্রকাশিত: ১৬:৩৭, ১৪ জানুয়ারি ২০২২

মহেশখালীতে ৪ সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ মহেশখালীর শাপলাপুর পাহাড়ী ঢালায় সামাজিক অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে মহেশখালীর ৪ সাংবাদিকের উপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। হামলার শিকার ৪ সংবাদকর্মী হলেন- আ. ন. ম হাসান, সাংবাদিক ফারুক ইকবাল, সাংবাদিক এম রুবেল ও সাংবাদিক একে রিফাত। সংবাদকর্মী হাসান বলেন, বৃহস্পতিবার গভীর রাতে শাপলাপুরে একটি সামাজিক অনুষ্ঠান থেকে আসার পথে শাপলাপুরের পাহাড়ী ঢালায় ৬/৭ জন মুখোশ পড়া সন্ত্রাসী অস্ত্র, রাম দা, লাঠি নিয়ে গতিরোধ করে রাস্তায় গাড়ি থামিয়ে সাংবাদিকদের অস্ত্রের মুখে জিম্মি করে হামলা করে। শারীরিকভাবে চরম লাঞ্ছিত মারধর ও তাদের মোবাইল ক্যামরাসহ বেশ কিছু জিনিস ছিনিয়ে নিয়ে ভেঙ্গে ফেলা হয়। এসময় উক্ত শাপলাপুরের আওয়ামী লীগ সভাপতি ডা: ওসমানের বিরুদ্ধে না লেখার এবং শাপলাপুরে ভবিষ্যতে প্রবেশ না করার ও মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়। শুক্রবার ঘটনা জানাজানি হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠে। মহেশখালী থানার ওসি মো: আব্দুল হাই ঘটনার কথা স্বীকার করে বলেন, বিষয়টি শুনেছি তারা অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
×