ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ইবির ৮৩ শতাংশ আসনই খালি

প্রকাশিত: ১৬:২০, ১৪ জানুয়ারি ২০২২

ইবির ৮৩ শতাংশ আসনই খালি

ইবি সংবাদদাতা ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথম মেধাতালিকার ভর্তি শেষে ৮৩ শতাংশ আসন খালি রয়েছে। তিনটি ইউনিটে ২ হাজার ৯৫টি আসনের মধ্যে ভর্তি হয়েছে ৩৫০ জন। ভর্তি শেষে খালি রয়েছে ১ হাজার ৭৪৫টি আসন। এর মধ্যে বিজ্ঞান অনুষদভূক্ত ‘এ’ ইউনিটে ৫০৪টি, কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদভূক্ত ‘বি’ ইউনিটে ৮৭৭টি এবং বানিজ্য অনুষদভূক্ত ‘সি’ ইউনিটে ৩৬৪টি আসন খালি রয়েছে। খালি আসনগুলোতে ভর্তির জন্য ১৯ জানুয়ারি দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ করা হবে। এ তালিকায় স্থানপ্রাপ্তদের ২৫ জানুয়ারির মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করতে হবে। আসন খালি থাকা সাপেক্ষে ২ ফেব্রুয়ারি তৃতীয় মেধাতালিকা প্রকাশ করবে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. আহসান-উল-আম্বিয়া এসব তথ্য জানিয়েছেন।
×