ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গুড়ি গুড়ি বৃষ্টি ও প্রচন্ড ঠান্ডার ফলে রাঙ্গামাটি জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে

প্রকাশিত: ১৬:১১, ১৪ জানুয়ারি ২০২২

গুড়ি গুড়ি বৃষ্টি ও প্রচন্ড ঠান্ডার ফলে রাঙ্গামাটি জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি ॥ গুড়ি গুড়ি বৃষ্টি ও লুহাওয়ার ফলে রাঙ্গামাটি পার্বত্য জেলায় প্রচন্ড ঠান্ডা অনুভূত হচ্ছে। বৃহস্পতিবার ও শুক্রবার সারাদিন সূর্যের দেখা মেলেনি। ঠান্ডার কারণে প্রত্যন্ত পাহাড়ি জনপদের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে কেটে খাওয়া মানুষ প্রচ- শীতের কারণে কাজের সন্ধ্যানে ঘর থেকে বের হতে পারেনি। এই জেলায় প্রায় ২৫ হাজার জেলে কাপ্তাই লেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করে থকে। শীত মৌসুমে হঠাৎ করে বিরূপ আবহাওয়া দেখা দেয়ায় অনেক জেলে লেকে মাছ শিকার করতে যায়নি বলে মহোসিন নামে এক প্রবীন জেলে জানান। তিনি বলেন মেঘলা আবহাওয়া থাকলে জেলের জালে মাছ পড়ে না ফলে অনেকেই এই সময়ে মাছ শিকারে বের হয়না। পাহাড়ের ফল মূল ও জ্বালানী বিক্রি করে যে সব হত দরিদ্র পাহাড়ি জন গোষ্ঠী জীবিকা নিবাহ করে থাকে তারও শীত ও বৃষ্টি কারণে ঘর থেকে বের হতে পারেনি। এছাড়া প্রচন্ডশীতের কারণে অনেক দরিদ্র দিন মজুর তাদের কাজের সন্ধানে বের হতে না পেরে বিপাকে পড়েছে।
×