ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

করোনা ভাইরাস ॥ ভারতে ৪৮ ঘণ্টায় শনাক্ত ৫ লাখ ছাড়াল

প্রকাশিত: ১৩:৫১, ১৪ জানুয়ারি ২০২২

করোনা ভাইরাস ॥ ভারতে ৪৮ ঘণ্টায় শনাক্ত ৫ লাখ ছাড়াল

অনলাইন ডেস্ক ॥ ভারতে এক দিনে আরও দুই লাখ ৬৪ হাজার ২০২ জন নতুন করোনা ভাইরাসের রোগী শনাক্তের খবর এসেছে, যা আগের দিনের চেয়ে ৬ দশমিক ৭ শতাংশ বেশি। আগের দিন সেখানে শনাক্ত হয়েছিলো দুই লাখ ৪৭ হাজারের বেশি রোগী। ফলে বুধ ও বৃহস্পতিবার মিলিয়ে ৪৮ ঘণ্টায় ভারতে রোগী বাড়ল ৫ লাখ ১১ হাজারের বেশি। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত মে মাসের পর এখন পর্যন্ত এটাই একদিনে শনাক্ত রোগীর সর্বোচ্চ সংখ্যা। এনডিটিভি জানিয়েছে, নমুনা পরীক্ষার তুলনায় দৈনিক শনাক্ত রোগীর হার আরও বেড়েছে। এক দিনের ব্যবধানে সাড়ে ১৩ শতাংশ থেকে বেড়ে ১৪ দশমিক ৭ শতাংশে পৌঁছেছে। ভারতে সব মিলিয়ে শনাক্ত কোভিড রোগীর সংখ্যা ৩ কোটি ৬৩ লাখে পৌঁছেছে। এর মধ্যে ওমিক্রন ধরনটি শনাক্ত হয়েছে ৫ হাজার ৭৫৩ জনের মধ্যে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে শুক্রবার সকাল পর্যন্ত সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ১২ লাখ ৭২ হাজার ৭৩ জন, যা মোট সংক্রমিতের ৩ দশমিক ৪৮ শতাংশ। গত এক দিনে আরও ৩১৫ জনের মৃত্যু হওয়ায় মহামারীতে ভারতে মৃত্যুর মোট সংখ্যা ৪ লাখ ৮৫ হাজার ৩৫০ জনে পৌঁছাল।
×