ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিষয় : বাংলা (প্রথম পত্র) গল্প : মিনু নাসরিন হক

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০১:৫৮, ১৪ জানুয়ারি ২০২২

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

সিনিয়র শিক্ষক কলেজিয়েট হাই স্কুল, চট্টগ্রাম বহুনির্বাচনি প্রশ্নোত্তর : ১. ঘুম থেকে উঠে মিনু কাকে দেখতে পায়? ক. চাঁদ খ. সূর্য গ. শুকতারা গ. আকাশ উত্তর : গ. শুকতারা ২। মিনু কখন ঘুম থেকে ওঠে? ক. ভোর ৪টায় খ. ভোর ৫টায় গ. সকাল ৭ টায় ঘ. সকাল ৮টায় উত্তর : ক. ভোর ৪টায় ৩। মিনুর চোখে শুকতারা কেমন করে জ্বলে? ক. জ্বলজ্বল খ. মিটমিট গ. দপদপ ঘ. ক্ষীণভাবে উত্তর : গ. দপদপ ৪। মিনু পিসেমশায়ের বাসায় কিসের বিনিময়ে কাজ করে? ক. টাকার খ. পোশাকের গ. পেটেভাতে ঘ. সম্পদের উত্তর : গ. পেটেভাতে ৫। মিনু হাতুড়িটার নাম কী রেখে ছিল? ক. শানু খ. পুটি গ. হাবু ঘ. গদাই উত্তর : ঘ. গদাই ৬. মানুষের বন্ধুত্ব না পেয়ে মিনু সখ্য স্থাপন করেছে কার সাথে? ক. উনুুনের সাথে খ. প্রকৃতির সাথে গ. বোলতার সাথে ঘ. কয়লার সাথে উত্তর : খ. প্রকৃতির সাথে ৭।মিনুর ষষ্ঠ ইন্দ্রিয় বলতে আমরা কোনটি বুঝি? ক. সবার সঙ্গে ভারসাম্য রক্ষা খ. সবকিছু সামলে নেয়ার ক্ষমতা গ. একা নিরাপদে থাকার ক্ষমতা ঘ. অন্যের চেয়ে বেশি অনুধাবন ক্ষমতা উত্তর : ঘ. অন্যের চেয়ে বেশি অনুধাবন ক্ষমতা ৮। ‘মনের ঝাল মিটিয়ে শত্রুর মাথা ভাঙছে যেন’- এ কথার মাঝে মিনুর মনের কোন মনোভাব ফুটে উঠেছে? ক. রাগ ও দুঃখ খ. ক্ষোভ ও অভিমান গ. ব্যঙ্গ ও বিদ্রুপ ঘ. হাসি ও তামাশা উত্তর : খ. ক্ষোভ ও অভিমান ৯। মিনু চরিত্রটি আমাদের সমাজেÑ ক. প্রতিবন্ধী শিশুদের প্রতিনিধি খ. সুবিধা প্রাপ্ত শিশুদের প্রতিনিধি গ. অনাথ শিশুদের প্রতিনিধি কোনটি সঠিক ? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর : খ. র ও ররর ১০। ‘মিনু’ গল্পে হারু, বারু, তারু আর কারু এগুলো কীসের নাম? ক. বাসন খ. ঘটি গ. গ্লাস ঘ. মিটসেফ উত্তর : গ. গ্লাস ১১। মিনু সুযোগ পেলেই ছাদে যেত কেন? ক. কাঁঠাল গাছ দেখতে খ. হলদে পাখি দেখতে গ. টুনিদের বাসা দেখতে ঘ. শালিক পাখি দেখতে উত্তর : খ. হলদে পাখি দেখতে নিচের উদ্দীপকটি পড় এবং ১২ ও ১৩ নং প্রশ্নের উত্তর দাও : বাক প্রতিবন্ধী সুভার খেলার সাথী ছিল না। কাজ কর্মে অবসর পেলে সে নদীর তীরে গিয়ে বসে থাকে। নির্বাক প্রকৃতির মধ্যে সে পায় মুক্তির আনন্দ। ১২। উদ্দীপকের সুভা এবং ‘মিনু’ গল্পের মিনু নিজেদের একটি অভিনব জগত তৈরি করেছে কোনটির মাধ্যমে? ক. বন্ধুদের সাথে খ. মা-বাবার সাথে গ. প্রকৃতির সাথে ঘ. শত্রুদের সাথে উত্তর : গ. প্রকৃতির সাথে ১৩। সুভা ও মিনুর মিলগত দিকটি হলোÑ র.দুজনে প্রতিবন্দ্বী রর.দুজনই বন্ধু প্রিয় ররর. তাদের বন্ধু হলো প্রকৃতি কোনটি সঠিক ? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর : খ. র ও ররর ১৪। বলাই চাঁদ মুখোপাধ্যায় পেশায় কী ছিলেন? ক. শিক্ষক খ. সাংবাদিক গ. আইনজীবী ঘ. ডাক্তার উত্তর : ঘ. ডাক্তার ১৫। ‘বাহুল্য’ বলাই চাঁদ মুখোপাধ্যায়ের কী ধরণের রচনা? ক. গল্প খ. কাব্য গ. নাটক ঘ. উপন্যাস উত্তর : ক. গল্প ১৬। মিনু চরিত্রটি আমাদের কোন বিষয়ের শিক্ষা দেয়? ক. স্বপ্ন দেখতে খ. স্বপ্নের মধ্য দিয়ে বেঁচে থাকতে গ. প্রতিকুলতা জয় করতে ঘ. স্বপ্ন দ্বারা বিভ্রান্ত হতে উত্তর : গ. প্রতিকুলতা জয় করতে ১৭। ‘মিনু’ গল্পের গপগপা কীসের নাম? ক. কয়লা খ. গ্লাস গ. ঘটি ঘ. মিটসেফ উত্তর : গ. ঘটি ১৮। লোকে যোগেন বসাক কে কেন মহৎ বলে? ক. মিনুকে খেলাপড়া শিখান বলে খ. মিনুকে আশ্রয় দেন বলে গ. মিনুকে যতœ করেন বলে ঘ. সবার উপকার করেন বলে উত্তর : খ. মিনুকে আশ্রয় দেন বলে ১৯। ‘নিশাবসানের আলোক দূত’ কে? ক. সূর্য খ. চাঁদ গ. শুকতারা ঘ. পৃথিবী উত্তর : গ. শুকতারা ২০। মিনু কুঁই কুঁই শব্দ করে কখন? ক. আনন্দে খ. ক্ষোভে গ. হিংসায় ঘ. কষ্টে উত্তর : ক. আনন্দে
×