ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রকাশিত: ০১:৩৭, ১৪ জানুয়ারি ২০২২

মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা ॥ ব্রাহ্মণপাড়া থানায় জমিতে আইল দেয়া নিয়ে বিরোধের জেরে আবদুর রহমান (৭০) নামের এক মুক্তিযোদ্ধাকে পিটিয়ে ও গলা টিপে হত্যা করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। নিহত বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমান ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের কান্দুঘর রাজাবাড়ী গ্রামের মৃত ছায়েদ আলীর ছেলে। অভিযোগ কামাল পাশা ও তার ভাইয়েরা মিলে এ খুন করে। পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমান জমিতে যান। এ সময় কান্দুঘর গ্রামের আবদুল গনির ছেলে কামাল পাশা, আনিসুর রহমানসহ তাদের পরিবারের ৮/১০ জনের সঙ্গে কথা কাটাকাটি হয় আবদুর রহমানের। তারা ওই মুক্তিযোদ্ধাকে মারধর করার পর গলা টিপে ধরে রাখে। পরে বাড়ির লোকজন ও স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা বলেন, জমির আইল নিয়ে কথা কাটাকাটির জেরে বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমানকে পাশের বাড়ির কামাল পাশা ও তাদের লোকজন মারধর করেছে। হাসপাতালে নেয়ার আগেই তিনি মারা গেছেন। লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগের বিষয়ে জানতে কামাল পাশা ও তার ভাই আনিসুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তা রিসিভ হয়নি।
×