ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মার্কিন নিষেধাজ্ঞা তুলতে তৎপর সরকার

প্রকাশিত: ০১:৩১, ১৪ জানুয়ারি ২০২২

মার্কিন নিষেধাজ্ঞা তুলতে তৎপর সরকার

জনকণ্ঠ ডেস্ক ॥ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এবং এই বাহিনীর সাবেক ও বর্তমান ৭ কর্মকর্তার ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারে নানাবিধ তৎপরতা চালাচ্ছে সরকার। ঢাকা ও ওয়াশিংটনের কূটনৈতিক সূত্র জানায়, উভয় জায়গা থেকেই কয়েকটি পদক্ষেপ নেয়া হয়েছে। খবর বাংলানিউজের। র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা দেয়ার পর ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এ্যান্টনি ব্লিঙ্কেনকে চিঠি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। সেই চিঠিতে সন্ত্রাস, মাদক ও জঙ্গীবাদ প্রতিরোধে র‌্যাবের ইতিবাচক ভূমিকা তুলে ধরেছেন তিনি। তবে এখনও কোন জবাব আসেনি। র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা সামনে রেখে পররাষ্ট্রমন্ত্রী আগামী মাসের শুরুতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। সফরকালে যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক ও মার্কিন সিনেটরদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে তিনি র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে বাংলাদেশের পক্ষ থেকে যুক্তি তুলে ধরবেন। বৈঠকের মাধ্যমে ইতিবাচক ফলাফল আসতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে। এছাড়াও নিষেধাজ্ঞা প্রত্যাহারে লবিস্ট নিয়োগ করা হবে। অন্যদিকে এ বিষয়ে আলোচনা করতে দুই-এক মাসের মধ্যে ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল।
×