ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বই ॥ তবুও ভালোবাসি

প্রকাশিত: ০০:০৩, ১৪ জানুয়ারি ২০২২

বই ॥ তবুও ভালোবাসি

‘মেয়েটি বোরকা খুলে পাশে এসে বসল। টেবিল ল্যাম্পের আলো এসে পড়ল মেয়েটির চেহারায়। আলোর হালকা আভায় মেয়েটিকে বেশ লাগছে। জিজ্ঞেস করল, কিসে পড়। ফাস্ট ইয়ারে। বাবা-জানে? না। কেন এসেছ? হাত খরচের জন্য। হাত খরচের জন্য এসব করছ?’ যাপিত জীবনের সুখ-দুঃখ-যন্ত্রণা নিয়ে সামাজিক উপন্যাস ‘তবুও ভালোবাসি’। সমাজ সংসার সময় মানব জীবনের বাক বদলের চিত্র নিপুণ হাতে তুলে এনেছেন কথাসাহিত্যিক নিশাত ইসলাম। বইটির পরতে পরতে রয়েছে মানব মানবীর জানা নাÑজানা নানান অধ্যায়। তিনি চিত্রিত করেছেন আপন মহিমায়। ইট পাথরের কঠিন মায়াময় শহরের মানুষ, তরুণ প্রজন্মের জীবনাচার, কোন পথে হাঁটছে তারা। কেন স্বপ্নালোকিত তরুণরা স্বপ্নগুলো বিসর্জন দেয় এইসব খুঁটিনাটি বিষয় কথাসাহিত্যের কলাকৌশলে উঠে এসেছে। ভালোবাসার মায়াজালে আটকে যাওয়া মানব মানবীর মুখের বয়ানÑ তোমাকে ভালোবেসে অনন্তকাল অপেক্ষা করতে রাজি। যদি কখনও বৃষ্টি¯œাত দিনে কদম ফুল হাতে এসে দাঁড়াও আমার মনের দরজায়। ব্যাকুল হৃদয় লুফে নেবে সে ভালোবাসা। আকাশে অনেক মেঘ জমা রেখেছি তোমার বিরহে এক পসলা বৃষ্টিতে, কখনও এলে ভিজিয়ে তোমাকে শোনাব মেঘের গর্জন, বৃষ্টির গান। রোদের খরতায় শুকিয়ে যাবে চোখের কোণায় জমে থাকা অশ্রু, অবুও তোমার স্বপ্নে বিভোর হয়ে কেবল তোমাকেই ভালোবাসবে এই মন। তুমিহীনা চাই না পৃথিবী কেবলি পানসে, কেবলি ধুসর। চাই না স্বর্গলোক, তুমিহীনা আমিতো একা, কেবলি একা। তোমাকে ভালোবাসি, তবুও ভালোবাসিÑ জন্ম থেকে জন্মান্তরে। শুধুই ভালোবাসি। একটি সার্থক উপন্যাস। বই পাঠে পাঠক মনের তৃষ্ণা মিটবে বলে মনে করি। নান্দনিক ছাপা, বাঁধাই। বইটি প্রকাশ করেছে স্বনামখ্যাত প্রকাশনা প্রতিষ্ঠান অনন্যা। শিল্পী ধ্রুব এষের প্রচ্ছদে ১২৮ পৃষ্ঠার বইটির মূল্য ২২৫ টাকা। সুনৃত সেন
×