ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ইন্ডিপেন্ডেন্স কাপ

ফাইনালে মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চল

প্রকাশিত: ২৩:৫৪, ১৪ জানুয়ারি ২০২২

ফাইনালে মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চল

স্পোর্টস রিপোর্টার ॥ কিছুদিন আগেই বাংলাদেশ ক্রিকেট লীগ (বিসিএল) লঙ্গার ভার্সন শেষ হয়েছে। ফাইনালে বিসিবি দক্ষিণাঞ্চলকে হারিয়ে শিরোপা জেতে ওয়ালটন মধ্যাঞ্চল। ১০ দিনের মাথায় আরেকটি ফাইনালে মুখোমুখি হচ্ছে দুদল। এবার ওয়ানডে ফরমেটে বিসিএল ইন্ডিপেন্ডেন্স কাপের ফাইনাল খেলবে দুই দল শনিবার। বৃহস্পতিবার প্রাথমিক রাউন্ডের শেষ ম্যাচে দুদল ফাইনাল নিশ্চিত করে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুদল মুখোমুখি হয়। সেই লড়াইয়ে মধ্যাঞ্চলকে ৫ উইকেটে হারিয়ে দেয় দক্ষিণাঞ্চল। এরপরও ৪ পয়েন্ট নেয়ে শীর্ষে মধ্যাঞ্চল এবং সমান পয়েন্ট নিয়ে রানরেটে পিছিয়ে থেকে দুই নম্বরে দক্ষিণাঞ্চল। সিলেট একাডেমি মাঠে অপর ম্যাচে বিসিবি উত্তরাঞ্চলকে ৪ উইকেটে হারিয়ে প্রথম জয় পায় ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল। এ ম্যাচটি জিতলে উত্তরাঞ্চলের ফাইনালে ওঠার একটি সম্ভাবনা ছিল। মার্শাল আইয়ুব ও মাহমুদুল্লাহ রিয়াদের জোড়া অর্ধশতকেও ৪৯.৫ ওভারে ২১৬ রানেই গুটিয়ে যায় উত্তরাঞ্চল। মার্শাল ৭৪ বলে ৩ চারে ৫৪ ও মাহমুদুল্লাহ ৮৭ বলে ৪ চারে ৬৬ করে রানআউট হন। নাঈম হাসান ৩টি ও তানভির ইসলাম ২টি উইকেট নেন। জবাব দিতে নেমে অধিনায়ক ইমরুল কায়েসের ৮১ বলে ৮ চারে করা অনবদ্য ৭১ রানে ৩৭.৫ ওভারে ৬ উইকেটে ২১৭ রান তুলে জয় পায় পূর্বাঞ্চল। ওপেনার তামিম ইকবাল বেশ ভাল ব্যাটিং করে ৩৮ বলে ৩ চার, ১ ছক্কায় ৩৫ রানে আউট হয়ে যান। মাহমুদুল্লাহ নেন ৩ উইকেট। অপর ম্যাচে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে মধ্যাঞ্চল ৯ রানেই ২ ওপেনারকে হারায়। পরবর্তীতে আব্দুল মজিদ ৯৫ বলে ৪ চারে ৪৬ ও অধিনায়ক মোসাদ্দেক হোসেন ৫৭ বলে ৪ চার, ২ ছক্কায় ৪৪ রান করে বিপর্যয় সামাল দেন।
×