ঢাকা, বাংলাদেশ   শনিবার ৩০ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জুভেন্টাসকে হারিয়ে চ্যাম্পিয়ন ইন্টার

প্রকাশিত: ২৩:৫৩, ১৪ জানুয়ারি ২০২২

জুভেন্টাসকে হারিয়ে চ্যাম্পিয়ন ইন্টার

স্পোর্টস রিপোর্টার ॥ শেষ মিনিটের গোলে দীর্ঘ ১১ বছর পর ইতালিয়ান সুপার কাপের শিরোপা জিতেছে ইন্টার মিলান। বুধবার রাতে মিলানের বিখ্যাত সানসিরো স্টেডিয়ামে পরাশক্তি জুভেন্টাসকে ২-১ গোলে হারিয়ে এ কৃতিত্ব দেখিয়েছে নেজ্জারুরা। এ নিয়ে ইতালিয়ান সুপার কাপে ষষ্ঠ শিরোপা জিতেছে ইন্টার। এর আগে সবশেষ জিতেছিল ২০১০ সালে। নেপোলিকে হারিয়ে গত বছর চ্যাম্পিয়ন হওয়া জুভেন্টাসকে এবার রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে। উপভোগ্য ও উত্তেজনাপূর্ণ ম্যাচে প্রথম গোল পায় আসরের নয়বারের চ্যাম্পিয়ন জুভেন্টাস। এরপর সমতা ফেরায় ইন্টার। সবশেষে ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। সেখানেও সমতা শেষে চলছিল যোগ করা সময়ের খেলা। যে কারণে প্রস্তুতি চলছিল ভাগ্যনির্ধারণী টাইব্রেকারের। কিন্তু এই সময় অভিজ্ঞতা কাজে লাগিয়ে দারুণ এক গোল করে ইন্টারকে শিরোপা উপহার দেন চিলির তারকা স্ট্রাইকার এ্যালেক্সিস সানচেজ। এর আগে ২৫ মিনিটে আমেরিকান মিডফিল্ডার ওয়েস্টন ম্যাককেনি গোল করে জুভেন্টাসকে এগিয়ে নেন। আর ৩৫ মিনিটে পেনাল্টি থেকে ইন্টারকে সমতায় ফেরান আর্জেন্টাইন স্ট্রাইকার লাউটারো মার্টিনেজ।
×