ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সেনাবাহিনীর শীতকালীন অনুশীলন পরিদর্শনে স্থায়ী কমিটি

প্রকাশিত: ২৩:৪৬, ১৪ জানুয়ারি ২০২২

সেনাবাহিনীর শীতকালীন অনুশীলন পরিদর্শনে স্থায়ী কমিটি

জনকণ্ঠ ডেস্ক ॥ শীতকালীন প্রশিক্ষণের উদ্দেশ্যে সারাদেশে স্ব-স্ব দায়িত্বপূর্ণ এলাকায় মোতায়েন হয়েছে সেনাসদরসহ বাংলাদেশ সেনাবাহিনীর সকল ফরমেশন। বাংলাদেশ সেনাবাহিনী গত ১৯ ডিসেম্বর হতে ৪ সপ্তাহের জন্য শীতকালীন প্রশিক্ষণে অংশগ্রহণ করে। বিগত ৫০ বছরের মধ্যে এবার সর্বোচ্চ সংখ্যক সেনাসদস্যের অংশগ্রহণে এই শীতাকলীন প্রশিক্ষণ পরিচালিত হয়েছে। এবার যুদ্ধক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় লজিস্টিক্সের ওপর ফিল্ড ট্রেনিং এক্সারসাইজ (এফটিএক্স) পরিচালনা করা হচ্ছে। ফোর্সেস গোল-২০৩০ এর আলোকে সেনাবাহিনীতে নতুন সংযোজিত অত্যাধুনিক অস্ত্র ও সরঞ্জামাদির কৌশলগত ব্যবহারও এবারের শীতকালীন প্রশিক্ষণে পরীক্ষা করা হচ্ছে। এসব কারণে এবারের শীতকালীন প্রশিক্ষণ অনেক বেশি অভিনব ও বাস্তবধর্মী। দেশের সেবায় নিজেদের প্রস্তুত করে তুলতে সরেজমিনে বাস্তবধর্মী বিভিন্ন সামরিক বিষয়াদি অনুশীলনের মাধ্যমে পেশাগত দক্ষতার উন্নয়ন সাধন করাই মাসব্যাপী পরিচালিত এই অনুশীলনের মূল লক্ষ্য। বৃহস্পতিবার সেনাসদর ফিল্ড কমান্ড পোস্টে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব) সুবিদ আলী ভূঁইয়া এমপিসহ অন্য সদস্যবৃন্দ পরিদর্শন করেন। সেনাবাহিনীর শীতকালীন বহিরঙ্গন অনুশীলন সমাপ্ত ॥ ময়মনসিংহের মুক্তাগাছার চেচুয়া বাজার এলাকায় চূড়ান্ত আক্রমণ অনুশীলনের মধ্য দিয়ে বৃহস্পতিবার শেষ হলো বাংলাদেশ সেনাবাহিনীর চার সপ্তাহব্যাপী পরিচালিত শীতকালীন প্রশিক্ষণ ২০২১-২০২২ ‘অনুশীলন নবদিগন্ত’। সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশন (সাভার এরিয়া) সফলভাবে এই অনুশীলন পরিচালনা করে। এই অনুশীলনে সাঁজোয়া বহর, এপিসি, দূরপাল্লার এমএলআরএসের পাশাপাশি সেনাবাহিনীর ছত্রীসেনা এবং বিমানবাহিনীর জঙ্গী বিমানও অংশগ্রহণ করে। -আইএসপিআর বিসিএসআইআর ও বিএসএমএমইউ সমঝোতা চুক্তি বায়োমেডিক্যাল রিসার্চসহ চিকিৎসাবিজ্ঞান-সংক্রান্ত গবেষণা কার্যক্রম এগিয়ে নেয়ার লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সঙ্গে বাংলাদেশ কাউন্সিল অব সাইন্টিফিক এ্যান্ড রিসার্চ (বিসিএসআইআর)-এর সমঝোতা চুক্তি (মেমোরেনডাম অব আন্ডারস্ট্যান্ডিং-এমওইউ) বৃহস্পতিবার বিসিএসআইআরের কার্যালয়ে সই হয়েছে। বিএসএমএমইউয়ের পক্ষে স্বাক্ষর করেন বিশ্বদ্যিালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ। এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোহাম্মদ আতিকুর রহমান, ডিন অধ্যাপক ডাঃ আলী আসগর মোড়ল, ডিন অধ্যাপক ডাঃ দেবব্রত বণিক, রেজিস্ট্রার অধ্যাপক ডাঃ এবিএম আব্দুল হান্নান প্রমুখ ছাড়াও বিসিএসআইআরের উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।- বিজ্ঞপ্তি শপথ পাঠ করতে হবে প্রাথমিকের শিক্ষার্থীদেরও স্টাফ রিপোর্টার ॥ স্কুল-কলেজ, মাদ্রাসার পর এবার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরও নতুন শপথ বাক্য পাঠ করানোর বিষয়ে দিক-নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলামের সই করা এক অফিস আদেশে এ নির্দেশনা দেয়া হয়েছে। আদেশে জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা ও বিভাগীয় উপ-পরিচালকদের প্রাথমিক বিদ্যালয়ে প্রতিদিনের সমাবেশে জাতীয় সঙ্গীত পরিবেশনের পর নতুন শপথ পাঠ করানোর নির্দেশ দেয়া হয়।
×