ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাকরাইন উৎসবে মাতবে পুরান ঢাকা

বাঙালীর আদি ঐতিহ্য পৌষ সংক্রান্তি আজ

প্রকাশিত: ২৩:৩৪, ১৪ জানুয়ারি ২০২২

বাঙালীর আদি ঐতিহ্য পৌষ সংক্রান্তি আজ

স্টাফ রিপোর্টার ॥ পৌষ বিদায়ের দিনটি চলে এলো। আজ শুক্রবার মাসের শেষ দিন। আর পৌষের শেষ দিন মানেই বাঙালীর ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তি। একইদিনে পুরান ঢাকা মাতবে সাকরাইন উৎসবে। পৌষ সংক্রান্তি বাঙালীর একেবারে প্রাচীন উৎসবগুলোর একটি। এক সময় বেশ ঘটা করে উদ্যাপন করা হতো। বিশেষ করে গ্রাম বাংলায় এ উপলক্ষে বিভিন্ন আচার অনুষ্ঠান পালনের রীতি প্রচলিত ছিল। এখন যে পুরোপুরি হারিয়ে গেছে এমন নয়। বরং ঐতিহ্যপ্রেমী শহুরে মানুষও উদ্যাপন করে পৌষ সংক্রান্তি। পৌষ সংক্রান্তিকে পৌষ পার্বণ বা মকর সংক্রান্তিও বলা হয়ে থাকে। এটি মূলত জ্যোতিষ শাস্ত্রের একটি ক্ষণ। মকর সংক্রান্তি বলতে, নিজ কক্ষপথ থেকে সূর্যের মকর রাশিতে প্রবেশের ক্ষণটিকে ইঙ্গিত করা হয়। পৌষ সংক্রান্তিতে পিঠা-পুলির আয়োজন করা হয়। গ্রীষ্মকালে পিঠা-পুলি অত রুচিকর হয় না। এ কারণে শীতকালে বেশি আয়োজন করা হয়। বছরের বিভিন্ন সময় অনুষ্ঠিত পিঠা উৎসবের মধ্যে পৌষ সংক্রান্তি বিশেষ স্থান অধিকার করে নিয়েছে। লোকজ সংস্কৃতির গবেষকদের মতে, মকর সংক্রান্তি বা উত্তরায়ণ সংক্রান্তির দিন সনাতন ধর্মাবলম্বীরা পিতৃপুরুষ ও বাস্তুদেবতার জন্য তিল কিংবা খেজুর গুড় দিয়ে তিলুয়া তৈরি করত। নতুন চালে তৈরি করা পিঠার অর্ঘ্য দান করত। এ কারণে পৌষ সংক্রান্তির আরেক নাম তিলুয়া সংক্রান্তি বা পিঠা সংক্রান্তি। এ দিন বিভিন্ন অঞ্চলে শিশু-কিশোররা বাস্তুর গান, কুলাইর ছড়া, হোলবোলের গান, বাঘাইর বয়াত গেয়ে চাল ও অর্থ সংগ্রহ করে পৌষপালা, বনভোজন ইত্যাদির আয়োজন করে। একই দিন দধি সংক্রান্তির ব্রতের শুরু হয়। এই ব্রতে প্রতি সংক্রান্তিতে লক্ষ্মীনারায়ণকে দধি দ্বারা স্নান করিয়ে ব্রাহ্মণকে দধি ও ভোজদান করা হয়। তাই বলে পৌষ সংক্রান্তিকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখার বিশেষ সুযোগ নেই। লেখক যতীন সরকারের মতে, কারও কারও মনে হতে পারে, পৌষ সংক্রান্তি ধর্মীয় আচার অনুষ্ঠান বৈ কিছু নয়। বাস্তবতা একেবারেই ভিন্ন। আবহমান কাল থেকেই বাংলায় ‘ধর্ম যার যার উৎসব সবার’ নীতি। ফলে পৌষ সংক্রান্তিও বাঙালীর প্রতি ঘরে উদ্যাপিত হয়ে আসছে। অবশ্য এখন অনেক কিছুই আগের মতো নেই। হয় না। প্রত্যেকেই নিজেদের মতো করে উৎসবে কিছু যোগ করেছেন। কিছু বিয়োগ। এভাবে স্বতন্ত্র মাত্রা পায় পৌষ সংক্রান্তি। অনেকে আবার পৌষের শেষ দিনটি পর্যন্ত অপেক্ষা করতে চান না। বরং পুরো পৌষ জুড়েই নানা উৎসব অনুষ্ঠানের আয়োজন চলে। এ সময় গ্রামের ঘরে ঘরে তৈরি হয় ভাপা, পাটিশাপটা, সন্দেশ, দুধ চিতই, মুগ পুলি, ছিট পিঠা। মায়েরা মেয়েরা রাত জেগে পিঠার গায়ে অলঙ্করণ করেন। ফুল লতাপাতা, পাখি, মাছের চোখ আঁকেন। এভাবে গোটা রাত পার হয়ে যায়। একদিকে চুলো থেকে পিঠা ওঠে। অন্য দিকে চলে গরম গরম খাওয়া। মায়ের হাতে তৈরি এসব পিঠার স্বাদ বরাবরই বেশি। আত্মীয়-স্বজনদেরও নিমন্ত্রণ করে বাড়ি এনে পিঠা খাওয়ানো হয়। বাংলা এই মাসের আরেকটি ঐতিহ্যবাহী আয়োজন পৌষমেলা। রবীন্দ্রনাথ শান্তি নিকেতনে পৌষমেলার আয়োজন করতেন। এখনও পৌষমেলায় লোকজ সংস্কৃতির নানা পণ্য দিয়ে স্টল সাজান দোকানিরা। রাখা হয় পিঠা পায়েস খেজুরের রস। রাজধানীতে সংস্কৃতিকর্মীরা একটি বড়সড় পৌষমেলার আয়োজন করে থাকে। মেলায় যথারীতি থাকে পিঠা-পুলি। বেশ কিছু স্টল বসে। সকলের চোখের সামনেই চলে পিঠা তৈরির কাজ। চাইলেই কিনে খাওয়া যায়। একই সময় লোক আয়োজন থাকে অনুষ্ঠান মঞ্চে। মঞ্চ থেকে জারি, সারি, ভাটিয়ালী গানে তুলে ধরা লোকায়ত সংস্কৃতি। পুঁথি পাঠ, নৃত্য, নাটকের ভাষায় শহুরে প্রজন্মকে আহ্বান জানানো হয় মাটির কাছাকাছি আসার। অভিন্ন চিন্তা থেকে বুধবার লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল এ্যান্ড কলেজ প্রাঙ্গণে পৌষ সংক্রান্তি উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মূল আয়োজক বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। তার সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান সুরের ধারা অনেক বছর ধরে এ অনুষ্ঠানের আয়োজন করে আসছে। সে ধারাবাহিকতায় এবার স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেলে এর উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। পিঠা-পুলি গান নাচসাজ নানা আয়োজনে মুখরিত ছিল দিনটি। আজ একই প্রেক্ষাপট বিবেচনায় রেখে পুরান ঢাকায় ব্যাপকভাবে উদ্যাপন করা হবে সাকরাইন উৎসব। একে নাগরিক উৎসব মনে হলেও, এর সঙ্গে লোক ঐতিহ্য ও উদ্যাপনের যোগ আছে। মূল আকর্ষণ ঘুড়ি ওড়ানো। ঢাকা বিষয়ক গবেষক হাশেম সূফী জানান, ঢাকার এই উৎসবের ইতিহাস অনেক পুরনো। বহুকাল আগে পাঠানদের হাত ধরে ঘুড়ি এসেছিল ঢাকায়। পরে ঘুড়ি ওড়ায় মোগলরাও। সে সময় নানা কারণেই ঘুড়ি ওড়ানো হতো। এখন উৎসব হিসেবেই নেয়া হয়েছে এটিকে। প্রতিবারের মতো আজ সকাল থেকেই পুরান ঢাকার বিভিন্ন বাড়ির ছাদে, খোলা মাঠে অবস্থান নিয়ে ঘুড়ি ওড়ানো শুরু হবে। বর্ণিল এ উৎসব চলবে বিকেল পর্যন্ত। রাতে থাকবে আতশবাজির আয়োজন। পিঠা-পুলি সুস্বাদু খাবার সঙ্গীত নৃত্যায়োজন কিছুই বাদ থাকবে না। গত বছর সাকরাইন উৎসব উদ্যাপনের সঙ্গে যুক্ত হয়েছিল সিটি কর্পোরেশনও। ঢাকা দক্ষিণ সিটির পক্ষ থেকে ‘এসো ওড়াই ঘুড়ি, ঐতিহ্য লালন করি’ সেøাগানে বিশাল উৎসব আয়োজন করা হয়েছিল। দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭৫ ওয়ার্ডে এ উৎসব আয়োজন করা হয়। তবে এবার করোনা সংক্রমণ বাড়তে থাকায় সিটি কর্পোরেশন আয়োজনের সঙ্গে সরাসরি থাকবে না বলেই ধারণা করা হচ্ছে। এ ক্ষেত্রে আগের মতোই যে যার মতো করে উদ্যাপন করবে সাকরাইন। পুরান ঢাকার মতো নতুন ঢাকায়ও জনপ্রিয় হয়ে উঠছে পৌষ সংক্রান্তি। এ অংশেও আজ ঘুড়ি ওড়ানো হবে। চলবে পিঠা-পুলির আয়োজনও। তবে সাকরাইনের কোন কোন আয়োজন প্রতিবেশীদের জন্য যন্ত্রণার কারণ হয়ে উঠছে বলেও অভিযোগ রয়েছে। এ দিকটি উৎসবপ্রেমীরা বিবেচনায় রাখবেন বলে আশা করছেন তারা। সেই সঙ্গে স্বাস্থ্যবিধি মানার ওপর বিশেষ জোর দিচ্ছে প্রশাসন। ফানুস ও আতশবাজি নিষিদ্ধ ॥ পুরান ঢাকার ঐতিহ্যবাহী সাকরাইন উৎসবে এবার নিষিদ্ধ থাকছে ফানুস ও আতশবাজি। পৌষ মাসের শেষ দিন পৌষ সংক্রান্তি এ অনুষ্ঠান ঘিরে ইতোমধ্যে উর্ধতন কর্মকর্তাদের এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে ডিএমপি।
×