ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নতুন শনাক্ত ৩৩৫৯

দেশে করোনায় একদিনে মৃত্যু বেড়ে ১২

প্রকাশিত: ২৩:১৩, ১৪ জানুয়ারি ২০২২

দেশে করোনায় একদিনে মৃত্যু বেড়ে ১২

স্টাফ রিপোর্টার ॥ দেশে তীব্র গতিতে বাড়ছে নতুন সংক্রমণ ও রোগী শনাক্তের হার। একইসঙ্গে নতুন রোগীর মৃত্যুর সংখ্যাও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল আটটা থেকে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত) নতুন করে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৩৫৯ জন। শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ১২ দশমিক ০৩ শতাংশে। এই সময়ে করোনায় ১২ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত দেশে ২৮ হাজার ১২৩ জনের মৃত্যু হয়েছে; শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৪ হাজার ৬৬৪ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বুধবার জানানো হয়, আগের ২৪ ঘণ্টায় করোনায় ৪ জনের মৃত্যু হয়; শনাক্ত হন ২ হাজার ৯১৬ জন; শনাক্তের হার ছিল ১১ দশমিক ৬৮ শতাংশ। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩০২ জন, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫১ হাজার ৯৫৫ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৪৮৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৭ হাজার ৯২০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১২ দশমিক ০৩ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬২ শতাংশ। সারাদেশে আক্রান্তের সংখ্যা ৩৩৫৯ হলেও শুধুমাত্র ঢাকা ও মহানগরে আক্রান্তের সংখ্যা ২৬৬৭ জন। অর্থাৎ নতুন আক্রান্তের ৭৯ শতাংশই ঢাকার। এদিকে স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে রাজধানী ঢাকা ও রাঙ্গমাটি জেলা করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে রেখেছে। এছাড়া মাঝারি ও নি¤œ ঝুঁকির জেলাগুলোরও নাম প্রকাশ করে সংস্থাটি। উচ্চ ঝুঁকির জেলা থেকে সহজে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা রয়েছে বলে সংস্থাটি মনে করছে। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১২ জনের মধ্যে ৬ জন পুরুষ, ৬ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন ৮ জন। চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও ময়মনসিংহে ১ জন করে মারা গেছেন। করোনার ডেল্টা ধরনের দাপটে গত বছরের মাঝামাঝি দেশে করোনায় মৃত্যু, রোগী শনাক্ত ও শনাক্তের হার বেড়েছিল। তবে আগস্টে দেশব্যাপী করোনার গণটিকা দেয়ার পর সংক্রমণ কমতে থাকে। চলতি মাসের প্রথম দিনও করোনায় শনাক্তের সংখ্যা ছিল আড়াই শতাংশের কাছাকাছি। বৃহস্পতিবার তা ১২ শতাংশ ছাড়িয়েছে। অর্থাৎ মাত্র কয়েকদিনে শনাক্তের সংখ্যার বৃদ্ধি যথেষ্ট উদ্বেগজনক। গত ডিসেম্বরের প্রথম দিকেও দেশে করোনা শনাক্তের হার ১ শতাংশের ঘরেই ছিল। তবে ডিসেম্বরের দ্বিতীয়ার্ধে এসে সংক্রমণের উর্ধমুখী প্রবণতা দেখা যায়। গত মাসের শেষ দিকে যেখানে দৈনিক রোগী শনাক্ত ৫০০-এর ঘরে ছিল, সেখানে ধারাবাহিকভাবে বেড়ে এই সংখ্যা ২ হাজার ছাড়িয়ে যায় গত সোমবার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, কোন দেশে নমুনার বিপরীতে করোনা শনাক্তের হার ৫ শতাংশের নিচে না থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে মনে করা হয়ে থাকে। সেই হিসেবে বাংলাদেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সংক্রমণ নিয়ন্ত্রণে এরই মধ্যে বিধিনিষেধ আরোপ করেছে সরকার। সব ধরনের সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় অনুষ্ঠান ও সমাবেশ বন্ধ রাখতে বলা হয়েছে। গণপরিবহনেও অর্ধেক আসন ফাঁকা রেখে যাত্রী চলাচলের নির্দেশনা দেয়া হয়েছে।
×