ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পশ্চিমবঙ্গে ৮শ’ যাত্রী নিয়ে ট্রেন দুর্ঘটনা ॥ ৮ লাশ উদ্ধার

প্রকাশিত: ২৩:১২, ১৪ জানুয়ারি ২০২২

পশ্চিমবঙ্গে ৮শ’ যাত্রী নিয়ে ট্রেন দুর্ঘটনা ॥ ৮ লাশ উদ্ধার

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি নামকস্থানে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে। পাটনা থেকে গুয়াহাটিগামী ট্রেনটিতে প্রায় ৮শ’ যাত্রী ছিলেন। এতে ভারতীয় রেলওয়ে কর্তৃপক্ষ বহু হতাহতের আশঙ্কা করলেও বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত দেশটির সংবাদ মাধ্যম ৮ জনের মরদেহ উদ্ধারের খবর দিয়েছে। খবরে বলা হয়, বৃহস্পতিবার ময়নাগুড়ির দোমোহানি দিয়ে বিকানের এক্সপ্রেস নামক ট্রেনটি ৪০ কিলোমিটার বেগে যাচ্ছিল। হঠাৎ লাইনচ্যুত হয় ট্রেনটির চারটি বগি। তিনটি বগি একেবারে উল্টে যায়। একটি বগির ওপর উঠে যায় আরেকটি। বগিগুলোতে বহু বহু যাত্রী আটকা পড়েন। আটকে পড়াদের উদ্ধারে ট্রেনের বগির জানালা কাটা হয়। ঘটনার পরপরই উদ্ধার কাজ শুরু হয়। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। খবর আনন্দবাজার ও নিউজ ১৮-বাংলার। এক শোক বার্তায় মমতা বলেন, ময়নাগুড়িতে বিকানের এক্সপ্রেসের মর্মান্তিক দুর্ঘটনার কথা শুনে আমি গভীরভাবে উদ্বিগ্ন। রাজ্য সরকারের উর্ধতন কর্মকর্তা, উত্তরবঙ্গের ডিএম/ এসপি/আইজি উদ্ধার ও ত্রাণ কাজের তদারকি করছেন। আহতদের যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসা দেয়া হবে। মমতা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কোভিড পরিস্থিতি নিয়ে বৈঠকে থাকাকালীনই দুর্ঘটনার খবর পাই। রাজ্য সরকারের এক সূত্র বলেন, সঙ্গে সঙ্গেই গোটা বিষয়ের খোঁজ নেন মমতা। দ্রুত উদ্ধার কাজ চালানোর নির্দেশ দেন তিনি। পাশাপাশি সরকারী কর্মকর্তাদের দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। দুর্ঘটনার পর রেললাইনের দু’পাশে অনেক যাত্রীকে পড়ে থাকতে দেখা গেছে। অনেকে দুমড়েমুচড়ে যাওয়া কামরায় আটকে পড়েন। গ্যাস কাটার দিয়ে কামরা কেটে যাত্রীদের বের করার চেষ্টা চলছে। দুর্ঘটনার খবর পেয়ে আলিপুরদুয়ার থেকে ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। দুর্ঘটনাকবলিত ট্রেনটি থেকে অনেকে নিজেই বের হয়ে এসেছেন। বাকিদের উদ্ধার করার চেষ্টা চলছে। ঘটনাস্থলে পৌঁছেছে রেলের উদ্ধারকারী দল। আশপাশের সদর হাসপাতাল এবং অন্যান্য হাসপাতালের সঙ্গেও যোগাযোগ করা হয়। আহত যাত্রীদের প্রাথমিকভাবে ময়নাগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর তাদের জলপাইগুড়ি সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। জলপাইগুড়ির জেলা প্রশাসক মৌমিতা গোদারা বসু ঘটনাস্থলে পৌঁছেছেন। তিনি বলেন, এখন পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও বহু মানুষ মারা যেতে পারে। তিনি বলেন, উদ্ধার কাজ চলছে। ময়নাগুড়ি স্টেশনে ঢোকার মুখেই দুর্ঘটনাটি ঘটে। আলো স্বল্পতার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। তবে শীঘ্রই আলোর ব্যবস্থা করে উদ্ধার কাজ চালানো হবে। মৌমিতা গোদারা বসু আরও বলেন, আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হবে। এ কাজে আহতদের দ্রুত চিকিৎসার জন্য ঘটনাস্থলে অন্তত ৫০টি এ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়। আটজনের মরদেহ উদ্ধার ॥ এখন পর্যন্ত আটজনের মরদেহ উদ্ধার করেছে দেশটির রেলওয়ের উদ্ধারকর্মীরা। আহত শতাধিক যাত্রী। তাদের উদ্ধার করে জলপাইগুড়ি, ময়নাগুড়ি এবং উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আহতদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এ দুর্ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
×