ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

উখিয়ায় ইয়াবাকাবারি ও বিজিবির মধ্যে বন্ধুক যুদ্ধ, ইয়াবা উদ্ধার

প্রকাশিত: ২২:০৩, ১৩ জানুয়ারি ২০২২

উখিয়ায় ইয়াবাকাবারি ও বিজিবির মধ্যে বন্ধুক যুদ্ধ, ইয়াবা উদ্ধার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার/সংবাদদাতা, উখিয়া ॥ উখিয়ার পালংখালী সীমান্ত এলাকায় বিজিবির সঙ্গে চোরাকারবারি সন্ত্রাসীদের মধ্যে গুলি বিনিময় হয়ছে। এসময় ১৮ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। ১৩ জানুয়ারি ভোরে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ পালংখালী বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কতিপয় ইয়াবা কারবারি বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মিয়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করবে। উক্ত সংবাদের ভিত্তিতে বিজির একটি চৌকস আভিযানিক টহল দল সীমান্ত পিলার-১৯ হতে আনুমানিক উত্তর দিকে উখিয়ার আঞ্জুমানপাড়া, পালংখালী কাঁটা খালের মুখ স্থানে অবস্থান নেয়। বৃহস্পতিবার ভোরে ৪/৫ জন লোক সীমান্ত এলাকা হতে বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবি টহলদল তাদের চ্যালেঞ্জ করলে সশস্ত্র ইয়াবা কারবারিরা বিজিবি টহলদলের উপস্থিতি অনুধাবনের পাশাপাশি গ্রেফতার হওয়ার সম্ভাবণা আঁচ করতে পেরে বিজিবি টহল দলের উপর অতর্কিতভাবে গুলিবর্ষণ করে। এসময় বিজিবি টহলদলও আত্মরক্ষার্থে ২০ রাউন্ড পাল্টা গুলি বর্ষন করলে চোরাকারবারিরা দ্রুত মিয়ানমারের দিকে পালিয়ে যায়।
×