ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পীরগঞ্জে দুই ভূমি অফিসে দালালের দৌড়াত্ব

প্রকাশিত: ২০:১৪, ১৩ জানুয়ারি ২০২২

পীরগঞ্জে দুই ভূমি অফিসে দালালের দৌড়াত্ব

সংবাদদাতা, পীরগঞ্জ, ঠাকুরগাঁও ॥ পীরগঞ্জ উপজেলার ১০ ও ১১নং ইউনিয়নের জাবরহাট ভূমি অফিস ও ৬নং পীরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে দিন দিন দালালের দৌড়াত্ব বেড়েই চলছে। ফলে ভূমি অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষ প্রতারণায় শিকার হয়ে অতিষ্ট হয়ে পড়েছে। জানা গেছে, ১০ ও ১১নং ইউনিয়নের জাবরহাট ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম তার অফিসে সতেন, রহমত ও ইকরামুল হক নামীয় ৩ জন দালাল নিযুক্ত করেন। রফিকুল ইসলামের হুকুমে এসব দালালরা ভূমি অফিসে আসা সাধারণ ও নিরিহ মানুষদের কে ভূমি অফিসে কাজ করে দেওয়ার নামে মোটা অংকের টাকা ঘুষ নিয়ে থাকেন। দালালরা টাকা নেওয়ার পর রফিকুল ইসলাম অফিস শেষে বাড়ি যাওয়ার সময় দালালদের কাছ থেকে ঘুষের টাকা নিয়ে পকেট ভাড়ি করেন। বর্তমানে ওই ভূমি অফিসে প্রকাশ্যে ঘুষ লেনদেন, দালালের কার্যকলাপ ও রফিকুল ইসলামের কর্মকান্ডে সাধারণ মানুষ অতিষ্ট হয়ে পড়েছে। এক দিকে ভূমি অফিসের সুনাম নষ্ট হচ্ছে পাশাপাশি সরকারের ভাবমুর্তি নষ্ট হচ্ছে। অপর দিকে পীরগঞ্জ ৬নং ইউনিয়নের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবু রায়হান একই কায়দায় দালাল নিযুক্ত করে লক্ষ লক্ষ টাকা মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছেন। এছাড়া উপজেলার ১০টি ইউনিয়নের ৮টি ভূমি অফিসে দূর্নীতির একই চিত্র পরিলক্ষিত হয়েছে। এসব কর্মকর্তাদের দূর্নীতি ও স্বেচ্ছাচারীতার বিষয়ে পীরগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) মোঃ কামরুল হাসান সোহাগ জেনেও অজ্ঞাত কারনে ব্যবস্থা নিচ্ছেনা। ফলে ভূমি অফিস গুলোতে সেবা নিতে আসা মানুষের মধ্যে দিন দিন ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহাগ জানান দূর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া সহ ৮টি ইউনিয়ন ভূমি অফিসে দালাল মুক্ত সেবা নিশ্চিত করা হবে।
×