ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রতারণার ফাঁদে খোয়া গেল কলেজছাত্রীর তিন লাখ টাকা

প্রকাশিত: ০১:৪১, ১৩ জানুয়ারি ২০২২

প্রতারণার ফাঁদে খোয়া গেল কলেজছাত্রীর তিন লাখ টাকা

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী ॥ কলাপাড়ায় প্রতারকের খপ্পরে পড়ে কলেজ শিক্ষার্থী আসমা বেগমের (২৪) তিন লাখ ২৩ হাজার ৭০০ টাকা খোয়া গেছে। এখন আসমার পরিবারও চরম বিপাকে পড়েছে। বিষয়টি কলাপাড়ার সর্বত্র আলোচিত হচ্ছে। আসমা বেগম বরগুনার আমতলী সরকারী কলেজের ডিগ্রী শেষ পর্বের শিক্ষার্থী। তার বাড়ি সেকান্দারখালী গ্রামে। জানা গেছে, একদিন আগে ০১৮৯৪২৮১০৪৪ নম্বর মোবাইল থেকে এক প্রতারক ফোন করে নিজেকে শিক্ষা মন্ত্রণালয়ের পরিচয় দিয়ে আসমাকে বলা হয় সে দশ লাখ টাকার শিক্ষাবৃত্তি পেয়েছে। তবে এজন্য আগে চার লাখ টাকা বিকাশের মাধ্যমে পাঠাতে হবে। সরলমনা আসমা মঙ্গলবার দুপুরে কলাপাড়া পৌরসভার রূপ টেলিকম সেন্টারে গিয়ে ওই প্রতারকের প্রেরিত নয়টি নম্বরে এক এক করে তিন লাখ ২৩ হাজার ৭০০ টাকা পাঠায়। টাকা যাওয়ার সঙ্গে সঙ্গে কথিত মন্ত্রণালয়ের ওই প্রতারকের নম্বরটি বন্ধ হয়ে যায়। এদিকে বিকাশে টাকা পাঠানো দোকানি ভাবছিল সব টাকা এক সঙ্গে দিচ্ছে। কিন্তু আসমা ভাবছিল দশ লাখ টাকা পেয়ে তিন লাখ ২৩ হাজার টাকা শোধ দিবে। দোকানি সুব্রত টাকা না পেয়ে আসমাকে আটকে দেয়। স্থানীয় কাউন্সিলরকে খবর দেয়। কাউন্সিলর তারিকুজ্জামান আসমার পরিবারের সদস্যদের খবর দেয়। বুধবার নগদ এক লাখ টাকা দোকানিকে ওই পরিবার শোধ করে। বাকি টাকা এক মাস পরে দেয়ার সমঝোতা হয়েছে বলে কাউন্সিলর তারিকুজ্জামান নিশ্চিত করেন। বিষয়টি এভাবে আপাতত মিটমাটের কথা জানালেন তিনি। কিন্তু এতগুলো টাকা কীভাবে এককালীন বাকিতে পাঠানো হলো তা নিয়ে বিভিন্ন জন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মন্তব্য করছেন। করছেন প্রশ্ন। বর্তমানে ওই শিক্ষার্থীর পরিবার এ নিয়ে বিপাকে রয়েছে। কলাপাড়া থানার ওসি জসীম জানান, বিষয়টি তাকে মৌখিকভাবে জানানো হয়েছে।
×