ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আইনজীবীদেরও বিচার হবে ॥ এ্যাটর্নি জেনারেল

প্রকাশিত: ০১:০৯, ১৩ জানুয়ারি ২০২২

আইনজীবীদেরও বিচার হবে ॥ এ্যাটর্নি জেনারেল

জনকণ্ঠ ডেস্ক ॥ আইনজীবীদের বিরুদ্ধে অনিয়মের কোন অভিযোগ উঠলে তারও বিচার হবে বলে জানিয়েছেন এ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। বুধবার সাংবাদিকদের এক প্রশ্নে নিজ কার্যালয়ে এই মন্তব্য করেন তিনি। এ্যাটর্নি জেনারেল বলেন, প্রধান বিচারপতি প্রথম দিনেই বলেছেন উনি অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এবং এজন্য একটি কমিটি করে দিয়েছেন। এ কমিটি প্রাথমিক একটি রিপোর্ট দিয়েছে। খবর বাংলানিউজের। তিনি বলেন, আইনজীবীরা সবাই চায় একটু সুন্দর পরিবেশে কাজ করতে। হয়রানি ঝামেলা ছাড়া কাজ করতে। আশা করি প্রত্যেক আইনজীবী এ কাজে (অনিয়ম-দুর্নীতি দূর করার কাজে) সহযোগিতা করবেন। তিনি আরও বলেন, ‘কোন আইনজীবীর বিরুদ্ধে কোন অভিযোগ উঠলে আমরা কিনা করেছি? যদি অভিযোগ আসে তারও বিচার হবে।’ ইতোমধ্যে আদালত থেকে কয়েকজন আইনজীবীর বিরুদ্ধে মামলা দিয়ে পাঠিয়ে দেয়া হয়েছে। বিচার হচ্ছে।
×