ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কাশিমপুর কারাগারে কয়েদিরা মোবাইল ফোন ব্যবহার করে

প্রকাশিত: ০০:৫৭, ১৩ জানুয়ারি ২০২২

কাশিমপুর কারাগারে কয়েদিরা মোবাইল ফোন ব্যবহার করে

স্টাফ রিপোর্টার ॥ নিম্নমানের খাবার সরবরাহ ও খাবার বিতরণে অতিরিক্ত টাকা আদায় করা হয়। এমনকি, বাধাহীনভাবে কয়েদিরা মোবাইল ফোন ব্যবহার করছে। রান্নাঘরও অপরিষ্কার। স্বাস্থ্যবিধি মানা হয় না। সঠিকভাবে চিকিৎসা সেবা প্রদান না করাসহ নানা অনিয়মের আখড়া হিসেবে পরিণত হয়েছে গাজীপুর কাশিমপুর কারাগার। দুর্নীতি এখানে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে। বুধবার গাজীপুরের কাশিমপুর কারাগারে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট টিমের অভিযানকালে এমন অনিয়মের চিত্র দেখা গেছে। দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক সালাম আলী মোল্লা নেতৃত্বে এনফোর্সমেন্ট টিম কাশিমপুর কারগারে অভিযান চালিয়ে এর সত্যতা পায়। দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক জনকণ্ঠকে জানান, গাজীপুরের কাশিমপুর কারাগার কর্তৃপক্ষের বিরুদ্ধে কয়েদিদের নিম্নমানের খাবার প্রদান, ক্যান্টিনের খাবারের দাম বেশি রাখা এবং সঠিকভাবে চিকিৎসা সেবা প্রদান না করার অভিযোগে এনফোর্সমেন্ট টিম অভিযান চালায়। টিম অভিযোগ যাচাই ও সত্য উদ্ঘাটনে জন্য সরেজমিনে কাশিমপুর কারাগারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে নিয়ে কারাগারের রান্নাঘর, ক্যান্টিন ও হাসপাতাল পরিদর্শন করেন। এসব অভিযোগসংশ্লিষ্ট বিষয়গুলো খতিয়ে দেখে। টিম অভিযানকালে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে।
×