ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টিএসসির কাওয়ালি কনসার্টে একদল ছাত্রের হামলা, মঞ্চ ভাংচুর

প্রকাশিত: ০০:০৫, ১৩ জানুয়ারি ২০২২

টিএসসির কাওয়ালি কনসার্টে একদল ছাত্রের হামলা, মঞ্চ ভাংচুর

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে কাওয়ালি অনুষ্ঠানে হামলা চালিয়ে তা প- করে দিয়েছে একদল ছাত্র। এ সময় তারা মঞ্চ ভাংচুর করে। বুধবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা ওই কাওয়ালি কনসার্টের আয়োজন করেছিল। আয়োজকরা অভিযোগ করে জানান, টিএসসির পরিচালকের অনুমতি নিয়ে অনুষ্ঠানের প্রস্তুতি নেন তারা। পরে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বিভিন্নভাবে কর্মসূচী পণ্ড করার চেষ্টা করেন। আয়োজকদের একজন হুজাইফা বলেন, আমরা কাজ শুরু করার আগে টিএসসির পরিচালক আকবর তাদেরকে জানান, সাদ্দাম ফোন দিয়ে এই প্রোগ্রাম করতে নিষেধ করেছেন। তিনি আমাদের সাদ্দামের সঙ্গে কথা বলতে বলেন। ভর্তি পরীক্ষায় দ্বিতীয় দফা সুযোগ দাবিতে সমাবেশ ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) স্নাতকে ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার সুযোগের দাবিতে সমাবেশ করেছে ২০২০ সালের এইচএসসি পরীক্ষার্থী একদল শিক্ষার্থী। তবে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামানের আশ্বাসে আপাতত আন্দোলন স্থগিত করেছেন এসব শিক্ষার্থী। বুধবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ শুরু হয়। তবে সমাবেশের শুরুতেই ঢাবি প্রক্টরিয়াল টিম কর্মসূচীতে বাধা দিয়েছেন বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। ছাত্রলীগের কম্বল বিতরণ ॥ বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে কম্বল বিতরণ করে সংগঠনটির কেন্দ্রীয় নেতারা। কম্বল বিতরণ কর্মসূচীতে ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান, বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়।
×