ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইন্টারনেটে দ্রুত গতির জিপিওএন সেবা

১১ ডিজিটে বিটিসিএলের ভয়েস কল ফোন চালু

প্রকাশিত: ০০:০৩, ১৩ জানুয়ারি ২০২২

১১ ডিজিটে বিটিসিএলের ভয়েস কল ফোন চালু

সমুদ্র হক ॥ বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল সাবেক টিএ্যান্ডটি) সারাদেশে সার্বজনীনভাবে ০২ কোডে শুরু হয়ে ১১ ডিজিটের ভয়েস কল ফোন নম্বর চালু করছে। জেলা পর্যায়ের গ্রাহকদের ১১ ডিজিটের ফোন নম্বর দেয়া শুরু হয়েছে। উপজেলা পর্যায়ের ১১ ডিজিটের চালু হয়েছে। একই সঙ্গে শক্তিশালী বিস্তৃত অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কের আওতায় জেলা পর্যায় থেকে মাঠ পর্যায় পর্যন্ত ইন্টারনেট ব্যান্ডউইথ ও ভিপিএন সেবা চালু করেছে। এ ছাড়াও ইন্টারনেটে দ্রুতগতির সেবার ফাইবার অপটিক্যালে গিগাবাইট প্যাসিভ অপটিক্যাল নেটওয়ার্ক (জিপিওএন) চালু করা হয়েছে। গ্রাহক ঘরে বসে বিটিসিএলের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে দ্রুত ইন্টারনেটের এই সংযোগে নিতে পারেন। এ জন্য গ্রাহককে বিটিসিএলের কোন অফিসে যেতে হবে না। রেজিস্ট্রেশন করার পর কর্তৃপক্ষ ঘরে গিয়ে সংযোগ দেবে। বিটিসিএল শীঘ্রই ট্রিপল প্লে সার্ভিস (ইন্টারনেটের সঙ্গে আইপিটিভি বা লাইভটিভি সার্ভার চালু করবে। সূত্র জানায়, আগামী ১৬ জানুয়ারি রবিবার রংপুর বিভাগীয় কমিশনারের অফিসে বিটিসিএলের সকল টেলিফোন ১১ ডিজিটে রূপান্তরিত হয়ে সকল ইন্টারনেট কার্যক্রম জিপিওএন সেবার আওতায় আনা হচ্ছে। বর্তমানে ঢাকায় ০২ কোডসহ টেলিফোন নম্বর ১১ ডিজিটে রূপান্তরিত হয়েছে। সারাদেশে পুরাতন কোডসহ ৮ ও ৯ ডিজিটের নম্বরগুলো ০২ কোডে শুরু হয়ে ১১ ডিজিটে রূপান্তর কার্যক্রম চলমান। বিটিসিএল আশা করছে আগামী এক মাসের মধ্যে সারাদেশে তাদের সকল ফিক্সড ফোন নম্বর ০২ দিয়ে শুরু হয়ে ১১ ডিজিটে রূপান্তর হবে। বর্তমানে প্রতিটি জেলায় পুরাতন যে নম্বরগুলো ১১ ডিজিটে রূপান্তর হয়নি এই নম্বর দিয়েই যে নম্বর ১১ ডিজিটে রূপান্তর হয়েছে সেই নম্বরে কথা বলা যাবে। জেলার প্রতিটি এক্সচেঞ্জে সুইচ রুমে পুরাতন ফোন নম্বরের টার্মিনাল পাল্টে নতুন ১১ ডিজিটের টার্মিনাল স্থাপিত হয়েছে। এই বিষয়ে বিটিসিএল বগুড়ার বিভাগীয় প্রকৌশলী তাজুল ইসলাম জানান, বগুড়ার প্রায় সাড়ে ৫ হাজার গ্রাহকের মধ্যে এক হাজারেরও বেশি গ্রাহকের ৮ডিজিটের ফোন নম্বর ০২ কোডে শুরু হয়ে ১১ ডিজিটে রূপান্তরিত হয়েছে। পর্যায়ক্রমে সকল গ্রাহকের ফোন নম্বর ১১ ডিজিটে হবে। সারাদেশে প্রতিটি জেলায় এই কার্যক্রম একসঙ্গে শুরু হয়েছে। আগে উপজেলার গ্রাহকগণ ১১ ডিজিটের নম্বর পাচ্ছেন। বিটিসিএলের ঢাকার শেরেবাংলানগরের ইন্ট্রিগ্রেট ম্যানেজমেন্ট সিস্টেমের (আইএমএস) মাধ্যমে সারাদেশে ভয়েস কলের ১১ ডিজিটের কার্যক্রম চালু করা হচ্ছে। জেলা পর্যায়ের বিভাগীয় অফিসগুলো থেকে গ্রাহকের ফোন নম্বর আইএমএসকে জানানো হয়। তারা ১১ ডিজিটের নম্বরে ডায়াল টোন দেয়। ইন্টারনেটের সংযোগের কার্যক্রম পরিচালিত হয় বিটিসিএলের মগবাজার এক্সচেঞ্জ থেকে। মগবাজারের কম্বাইন্ড কন্ট্রোলে ইন্টারনেট ও ভয়েস কল পরিচালিত হচ্ছে। এ জন্য বিটিসিএলের আলাদা সার্ভার রয়েছে। বিটিসিএল সূত্র জানায় ইন্টারনেটের উচ্চ গতির জিপিওএন সেবার মধ্যে রয়েছে ১০ এমবিপিএস (মেগাবাইট পার সেকেন্ড) থেকে ৩০ এমবিপিএস গতির ডাটা প্যাক কিনলে অপটিক্যাল নেটওয়ার্ক টারমিনাল (যা রাউটার নামে অধিক পরিচিত) সহ যাবতীয় সেটআপ খরচ ফ্রি। সঙ্গে ফ্রি একটি ফোনসেটও দেয়া হবে। প্রতিটি সংযোগে জামানত ৩০০ টাকা। মুজিববর্ষ উপলক্ষ্যে ৩১ মার্চ পর্যন্ত কোন জামানত লাগবে না। ১০ এমবিপিএসের ওপর ডাটা কিনলে টেলিফোন সংযোগ বাধ্যতামূলক নয়। তবে ৫ এমবিপিএস ডাটা প্যাক কিনলে রাউটার কিনে নিতে হবে। জিপিওএনের ৫ এমবিপিএস থেকে ৩০ এমবিপিএস পর্যন্ত ডাটা ব্যবহার আন লিমিটেড। প্রতি মাসে ৫,১০,১৫,২০,২৫,৩০ এমবিপিএসের ব্যবহার ফি ৫০০ টাকা থেকে ১ হাজার ৬শ’ টাকা। বিটিসিএলের সহকারী ব্যবস্থাপক মুহাম্মদ তানবির জানান, গ্রাহকের বাড়ি পর্যন্ত অপটিক্যাল ফাইবার, আন্ডারগ্রাউন্ড অপটিক্যাল ফাইবার থাকায় ভয়েসকল ইন্টারনেট সহ সকল সংযোগে কোন ধরনের বিঘœতা নেই।
×