ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মেম্বারের টর্চার সেল

নির্যাতনের ৬ দিন পর মারা গেছে এক যুবক

প্রকাশিত: ২৩:৩৯, ১৩ জানুয়ারি ২০২২

নির্যাতনের ৬ দিন পর মারা গেছে এক যুবক

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট ॥ কালীগঞ্জে চলবলা ইউপির নবনির্বাচিত ইউপি সদস্যের টর্চার সেল হতে উদ্ধার দুই যুবকের মধ্যে এক যুবক আনোয়ারুল ইসলাম (৩০) বুধবার সন্ধ্যায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছে। জানা গেছে, কালীগঞ্জ ইউনিয়নের চলবলা ইউপির ৯নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার মোজাম্মেল হক (৪৬), তার ছোট ভাই মোশারফ হোসেন ভুট্টু (৩০) ও মেম্বারের পুত্র সুজনসহ (২৪) দুর্বৃত্তরা আদিতমারী উপজেলার নামড়ি ইউনিয়নের মদনপুর গ্রামের মজিবরের পুত্র আনোয়ারুল ইসলামকে বাড়িতে ডেকে এনে ৩ দিন আটকে রেখে তার ওপর পৈশাচিক নির্যাতন চালায়। এ সময় তাকে উদ্ধার করতে প্রতিবেশী কুদ্দুসের পুত্র রোকনুজ্জামান গেলে তাকেও আটকে রেখে নির্যাতন করে। কোন উপায় না পেয়ে স্বজনরা ৯৯৯ এ ফোন দিলে কালীগঞ্জ থানা পুলিশ মেম্বারের গোপন টর্চার সেল হতে গত ৬ জানুয়ারির দুজনকে উদ্ধার করে। উদ্ধারকৃত দুজন সেইদিন থেকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। তদন্ত কর্মকর্তা পুলিশের এসআই জহুরুল ইসলাম নিশ্চিত করেছেন টর্চার সেল হতে উদ্ধার হওয়া দুজনের একজন আনোয়ারুল রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছে।
×