ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চুরির সময় খিচুড়ি রান্না, অতঃপর

প্রকাশিত: ২৩:২৩, ১৩ জানুয়ারি ২০২২

চুরির সময় খিচুড়ি রান্না, অতঃপর

খিচুড়ি রান্নাও যে কারও কারও জন্য চরম বিপদ ডেকে আনতে পারে, তা মনে হয় অনেকেই বিশ্বাস করবেন না। আবার কারও কাছে বিস্ময়করও মনে হতে পারে। কিন্তু এমন এক বিব্রতকর ঘটনার কথা শুনলে আপনি তাজ্জব হবেন। ভারতের অসম প্রদেশের এক চোর চুরি করতে গিয়ে মাঝে বিরতি নিয়েছিলেন। আর সেই বিরতির মাঝপথে তিনি খিচুড়ি রান্না করেন। কিন্তু খিচুড়ি রান্নাই তার জন্য কাল হয়। এরপর চোরটি পুলিশের কাছে ধরা পড়ে। এই ঘটনা টুইটারে বেশ হাস্যরসাত্মকভাবে তুলে ধরেছে অসম পুলিশ। ওই চোরকে গুয়াহাটি পুলিশ গ্রেফতার করে। মঙ্গলবার টুইট বার্তায় অসম পুলিশ বলছে, খাবার চোরের অদ্ভূত ঘটনা ! স্বাস্থ্যের জন্য অনেক উপকারিতা থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে, চুরির চেষ্টার সময় খিচুড়ি রান্না করা আপনার জন্য ক্ষতিকর হতে পারে। চোরকে গ্রেফতারের পর গুয়াহাটি পুলিশ তাকে কিছু গরম খাবার পরিবেশন করে। খবরে বলা হয়েছে, মালিক না থাকায় গুয়াহাটির হেঙ্গরাবাড়ি এলাকার একটি বাড়িতে হানা দিয়েছিলেন চোর। কিন্তু চুরির মাঝপথে ওই ব্যক্তি ফাঁকা বাড়িতে খিচুড়ি রান্না শুরু করে। রান্নার শব্দ শুনে প্রতিবেশীরা ওই বাড়িতে চোরের উপস্থিতি টের পেয়ে যান। পরে তারা চোরকে ধরে ফেলেন এবং পুলিশের হাতে সোপর্দ করেন। অসম পুলিশ ওই চোরকে গ্রেফতারের তথ্য টুইটারে শেয়ার করার পর অনেকেই হাস্যরস করেছেন। যুক্তরাষ্ট্রেও ২০১৭ সালে প্রায় একই ধরনের একটি ঘটনা ঘটেছিল। ওই সময় এক চোর হোটেলে ঢুকে টাকা-পয়সা লুটের মাঝপথে নিজের জন্য রান্না শুরু“ করে। পালিয়ে যাওয়ার আগে নিজের জন্য পাঁচটি স্টেক স্যান্ডউইচ, ফ্রাই করে খেয়েছিলেন তিনি। -দ্য হিন্দু অবলম্বনে।
×