ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সুচিকে মুক্তি দেয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের

প্রকাশিত: ২১:৪৪, ১৩ জানুয়ারি ২০২২

সুচিকে মুক্তি দেয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী আউং সান সুচিকে অবিলম্বে মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস এই আহ্বান জানান। তিনি বলেন, সুচিকে গ্রেফতার, আটক ও শাস্তি মিয়ানমারে ন্যায়বিচার ও আইনের শাসনের অবমাননা। একই সঙ্গে তিনি অন্যায়ভাবে যেসব নির্বাচিত নেতাদের আটকে রাখা হয়েছে তাদের মুক্তির দাবি জানান। খবর ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়ার। এর আগে গত সোমবার দুটি অবৈধভাবে ওয়াকিটকি রাখা ও করোনা বিধি-নিষেধ লঙ্ঘনের দায়ে আউং সান সুচিকে ৪ বছরের সাজা প্রদান করে দেশটির সামরিক আদালত।
×