ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মহাসাগরে তাপমাত্রা বৃদ্ধিতে রেকর্ড

প্রকাশিত: ২১:৪৪, ১৩ জানুয়ারি ২০২২

মহাসাগরে তাপমাত্রা বৃদ্ধিতে রেকর্ড

উষ্ণায়ন ও দ্রুত হারে জলবায়ু পরিবর্তনের জন্য মহাসাগরগুলোর তাপমাত্রা আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে। গত বছর মহাসাগরগুলোর সেই তাপমাত্রা বৃদ্ধি সর্বকালের রেকর্ড গড়ে ফেলেছে। মহাসাগরগুলোর তাপমাত্রা বৃদ্ধির নিরিখে সভ্যতার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ছিল ২০২০ সাল। তৃতীয় সর্বোচ্চ ২০১৯। বস্তুত গত ৬ বছর ধরেই মহাসাগরগুলোর তাপমাত্রা বৃদ্ধি তার আগের বছরকে টপকে গিয়েছে। আমেরিকার কলোরাডোয় ‘ন্যাশনাল সেন্টার ফর এ্যাটমস্ফেরিক রিসার্চের সাম্প্রতিক একটি গবেষণা এই উদ্বেগজনক খবর দিয়েছে। গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক আবহবিজ্ঞান গবেষণা পত্রিকা ‘এ্যাডভান্সেস ইন এ্যাটমস্ফেরিক সায়েন্সেস’-এ। গবেষণাটি চালানো হয়েছে মহাসাগরগুলোর একেবারে উপরিতলের ২ হাজার মিটার এলাকার তাপমাত্রা নিয়ে। ১৯৫৫ সাল থেকেই এই তাপমাত্রার রেকর্ড রাখা হচ্ছে। তাতে দেখা গিয়েছে, মহাসাগরগুলোর তাপমাত্রা সবচেয়ে বেশি বেড়েছে ২০২১ সালে। প্রশান্ত মহাসাগরের জল পর্যায়ক্রমে ঠা-া হওয়ার প্রাকৃতিক প্রক্রিয়া ‘লা নিনা’ সক্রিয় থাকা সত্ত্বেও তাপমাত্রা বেড়েই চলছে। -আনন্দবাজার
×