ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

করোনায় মারা গেলেন চিত্রশিল্পী মাহমুদুল হক

প্রকাশিত: ০১:১৩, ১২ জানুয়ারি ২০২২

করোনায় মারা গেলেন চিত্রশিল্পী মাহমুদুল হক

জনকণ্ঠ ডেস্ক ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার অবসরপ্রাপ্ত অধ্যাপক চিত্রশিল্পী মাহমুদুল হক (৭৭) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন ছেলে সাদাত ইবনে মাহমুদ। তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। খবর বিডিনিউজের। এর আগে করোনায় আক্রান্ত হলে এক সপ্তাহ আগে অধ্যাপক মাহমুদুল হককে ইউনাইটেড হাসাপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত শুক্রবার রাত থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। সাদাত জানান, আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেষ শ্রদ্ধা নিবেদন ও জানাজা শেষে তার বাবার লাশ বাগেরহাটের রামপালে নিয়ে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
×