ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

দক্ষিণ আফ্রিকায় বন্যায় ১০ জনের মৃত্যু

প্রকাশিত: ০০:২০, ১২ জানুয়ারি ২০২২

দক্ষিণ আফ্রিকায় বন্যায় ১০ জনের মৃত্যু

দক্ষিণ আফ্রিকার পূর্ব উপকূলীয় শহর ইস্ট লন্ডনের আশপাশের এলাকায় বন্যায় অন্তত ১০ জনের মৃত্যু ও কয়েকশ’ লোক গৃহহারা হয়েছেন। সোমবার দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে, ওই এলাকার নদীগুলোর পাড় উপচে যাওয়া পানিতে তীরবর্তী লোকালয়সহ রাস্তাগুলো ডুবে গেছে। জানা গেছে, ডুবে থাকা মহাসড়কগুলোর ওপর দিয়ে বয়ে যাওয়া জলের ধারার মধ্য দিয়ে গাড়িগুলো এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। -খবর রয়টার্সের। বেশ কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইস্ট লন্ডন শহরের কাছে ডনসনা জনপদসহ কয়েকটি এলাকায় টিনের চালের বহু ঘরবাড়ি ভেসে গেছে। বিজ্ঞানীদের ধারণা, জলবায়ু পরিবর্তনের কারণে দক্ষিণ আফ্রিকার পূর্ব উপকূলীয় এলাকাগুলোতে বন্যা ও খরা পরিস্থিতির অবনতি হচ্ছে।
×