ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আওয়ামী লীগ নেতার নিঃশর্ত ক্ষমা প্রার্থনা

প্রকাশিত: ০০:১৪, ১২ জানুয়ারি ২০২২

আওয়ামী লীগ নেতার নিঃশর্ত ক্ষমা প্রার্থনা

নিজস্ব সংবাদদাতা, নাটোর ॥ স্বাধীনতা অর্জনের পর কিছু লোকজন, কিছু মুক্তিযোদ্ধা এদেশে অস্ত্র জমা দেননি। এ কারণে প্রতিদিন প্রতিরাত দেশে চুরি-ডাকাতি হতো। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নাটোরের নলডাঙ্গা উপজেলায় আয়োজিত অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ নেতা সাধারণ স¤পাদক মোঃ মুসফিকুর রহমান মুকুর এমন বক্তব্যের ২০ সেকেন্ডের অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা ও নিন্দার ঝড় উঠে। পরে এ ঘটনায় মঙ্গলবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে নিজের দেয়া বক্তব্যের জন্য ভুল স্বীকার করে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মুকু। সংবাদ সম্মেলন তিনি বলেন, বক্তব্যে ভুলক্রমে ‘একাত্তরের পর কিছু লোকজন, কিছু মুক্তিযোদ্ধা অস্ত্র জমা দেননি। সে কারণে প্রতিদিন ও রাতে চুরি ডাকাতি হতো বলেছি।’ প্রকৃতপক্ষে ভুলবশত রাজাকারের পরিবর্তে মুক্তিযোদ্ধা শব্দটি উচ্চরিত হয়ে গেছে। এর জন্য আমি আন্তরিকভাবে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছি। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম, পৌর আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলাম পিয়াস, বীর মুক্তিযোদ্ধা হাকিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা তনছের আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
×