ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রেফারির সিদ্ধান্তে নাখোশ সাইফ স্পোর্টিং, বাফুফের কাছে দুই দফা দাবি ও অভিযোগ পেশ

গোল নিয়ে গোলমাল

প্রকাশিত: ০০:০১, ১২ জানুয়ারি ২০২২

গোল নিয়ে গোলমাল

স্পোর্টস রিপোর্টার ॥ ফেডারেশন কাপের সেমিতে ঢাকা আবাহনীর কাছে হেরে বিদায় নেয় সাইফ স্পোর্টিং ক্লাব। সেমির ম্যাচ নিয়ে রেফারির পক্ষপাতমূলক আচরণের শিকার হওয়ার দাবি করেছে সাইফ। এক সংবাদ সম্মেলনে রেফারির ভুল সিদ্ধান্তের বলি হয়ে ফাইনাল মঞ্চে পা রাখা হলো না বলে জানিয়েছেন সাইফের ব্যবস্থাপনা পরিচালক নাসিরউদ্দিন চৌধুরী। তিনি বলেন, রেফারির কাছ থেকে সেমিতে আমরা অত্যন্ত ন্যক্কারজনক একটা সিদ্ধান্তের শিকার হয়েছি। সৃশৃঙ্খল একটি ক্লাবের বিরুদ্ধে, ফেয়ার প্লে গেম খেলা ক্লাবের বিরুদ্ধে, একটা উন্নতমানের পেশাদার ফুটবল ক্লাবের বিরুদ্ধে এ ধরনের সিদ্ধান্ত খুবই দুঃখজনক। রেফারির এমন পক্ষপাতদুষ্ট সিদ্ধান্তের বিরুদ্ধে বাফুফের কাছে চিঠি লিখে ইতোমধ্যে জানতে চেয়েছে- কেন রেফারি সায়মন হাসান এই ধরনের সিদ্ধান্ত নিলেন? বাফুফের কাছ থেকে এ বিষয়ে স্পষ্ট কোন জবাব না পেলে পরবর্তী পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন নাসির। বাফুফেকে দেয়া চিঠিতে অভিযোগ জানানোর পাশাপাশি দুটি দাবিও জানিয়েছে সাইফ। এগুলো হলো : ১. নিরপেক্ষ বিদেশী রেফারি দিয়ে লীগ-টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো পরিচালিত করতে হবে। ২. ডাগআউটে থাকতে পারবেন না বাফুফের কোন কার্যনির্বাহী কমিটির সদস্য। এ ব্যাপারে নাসিরউদ্দিন বলেন, এটা শুধু আমাদের ক্লাবের জন্য নয়। যে ১৩টি ক্লাব প্রিমিয়ারে খেলে, তাদের সবার পক্ষ থেকে জানাচ্ছি।
×