ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ক্রিকেটকে বিদায় বললেন মরিস

প্রকাশিত: ২৩:৫৫, ১২ জানুয়ারি ২০২২

ক্রিকেটকে বিদায় বললেন মরিস

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রিকেটের সব সংস্করণ থেকে অবসরের ঘোষণা দিলেন দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ক্রিস মরিস। ‘আমার এই যাত্রায় যারা বড় কিংবা ছোট, যে-ই ভূমিকাই রেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ। এটা ছিল মজার একটি পথচলা।’ ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন ৩৭ বছর বয়সী অলরাউন্ডার। দক্ষিণ আফ্রিকার হয়ে খেলা হয় না আড়াই বছর ধরে। তবে ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ক্যারিয়ার ছিল সচল। এবার সব কিছুর ইতি টেনে দিলেন। ২০১৩ থেকে ২০১৯ পর্যন্ত তিন ফরম্যাটে দক্ষিণ আফ্রিকার হয়ে ৬৯ ম্যাচ খেলে মরিস ৯৪ উইকেট নেন। সব মিলিয়ে তার আন্তর্জাতিক রান ৭৭৪। পেস বোলিংয়ের সঙ্গে লোয়ার-অর্ডারে বিধ্বংসী ব্যাটিংয়ে দলকে দ্রুত রান এনে দেয়ার সামর্থ্য ছিল। তাই বিশ^ব্যাপী ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে বেশ চাহিদাও ছিল তার। আইপিএল ইতিহাসে তো তার পারিশ্রমিক রেকর্ড গড়া। ভারতের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টের গত আসরের নিলামে ৭৫ লাখ রুপীভিত্তি মূল্যের মরিসকে ১৬ কোটি ২৫ লাখ রুপীতে দলে নেয় রাজস্থান রয়্যালস। দেশী ও বিদেশী ক্রিকেটার এবং সব আসর মিলিয়ে নিলামে সর্বোচ্চ পারিশ্রমিকের রেকর্ড গড়েন তিনি। আইপিএলে রাজস্থান ছাড়াও খেলেছেন দিল্লী ডেয়ারডেভিলস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে। খেলেছেন বিগ ব্যাশ, সিপিএল, ইংলিশ কাউন্টিতে।
×