ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

গাড়ি চালাবে মাছ

প্রকাশিত: ২৩:১৮, ১২ জানুয়ারি ২০২২

গাড়ি চালাবে মাছ

বিশ্বাস করুন আর নাই করুন-আগামীতে গোল্ড ফিশ গাড়ি চালাবে। ইসরাইলের একদল বিজ্ঞানী মাছ দিয়ে গাড়ি চালানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দেশটির বেন গুরিওন ভার্সিটির এ গবেষক দল ইতোমধ্যে এফওভি নামে মাছচালিত একটি যান উদ্ভাবন করেছে। রোবোটিক গাড়িতে রয়েছে রিমোট সেন্সিং প্রযুক্তি, যা লেজার লাইট ব্যবহার করে গাড়ির অবস্থান এবং পানির ট্যাঙ্কির নিচে মাছের অবস্থান চিহ্নিত করতে পারে। কম্পিউটার, ক্যামেরা, ইলেক্ট্রিক মোটর ও বিশেষ ধরনের চাকার সাহায্যে মাছ পানির ট্যাঙ্কের ভেতর বসেই ওই যানের নিয়ন্ত্রণ নিতে পারবে। গবষক দলের প্রধান শাচার গিভন জানান, আশ্চর্যজনকভাবে গাড়ি চালানো শিখতে মাছের খুব বেশি সময় লাগে না। প্রথমে তারা কিছুটা দ্বিধান্বিত থাকে। তারা বুঝতে পারে না যে, আসলে কী হচ্ছে। কিন্তু দ্রুতই বুঝতে পারে, তারা যে যন্ত্রটার ওপর আছে, তার সঙ্গে তাদের নড়াচড়ার সম্পর্ক আছে। গবেষণার অংশ হিসেবে ছয়টি গোল্ড ফিশের প্রত্যেকেই অন্তত ১০টি করে ড্রাইভিং প্রশিক্ষণ নিয়েছে। প্রত্যেকবার তারা লক্ষ্যমাত্রায় পৌঁছেছে। এরপর তাদের পুরস্কার হিসেবে দেয়া হয়েছে খাবার। কয়েকটি গোল্ডফিশ অন্যদের চেয়ে ভাল গাড়ি চালিয়েছে। কোন কোন মাছ দারুণ গাড়ি চালিয়েছে। কোন কোন মাছ মধ্যম মানের। শাচার গিভন আরও বলেন, আমরা মাছকে সেকেলে মনে করি। কিন্তু সেটা সত্যি নয়। মানুষ ছাড়াও অন্য অনেক দুর্দান্ত আর কৌশলী প্রাণী হচ্ছে মাছ।- লাইভ সায়েন্স অবলম্বনে।
×