ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দেশে ২৪ ঘণ্টায় দুই হাজার ৪৫৮ জনের করোনা শনাক্ত

প্রকাশিত: ২৩:১৬, ১২ জানুয়ারি ২০২২

দেশে ২৪ ঘণ্টায় দুই হাজার ৪৫৮ জনের করোনা শনাক্ত

স্টাফ রিপোর্টার ॥ গত ২৪ ঘণ্টায় দেশে দুই হাজার ৪৫৮ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। গত ১০ ও ৫ আগস্ট দেশে করোনায় মারা যান ২৬৪ জন, যা একদিনে সর্বোচ্চ মৃত্যু। আগের সাত দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন যথাক্রমে ৩, ৩, ১, ১, ৩, ৬, ৪ জন। মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। গত ২৮ জুলাই দেশে ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়, যা একদিনে এ যাবৎকালের সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। আগের সাত দিনে দেশে যথাক্রমে ২২৩১, ১৪৯১, ১১১৬ , ১১৪৬, ১১৪০, ৮৯২ ও ৭৭৫ জন রোগী শনাক্ত হয়। সর্বশেষ তথ্যানুসারে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৯৮ হাজার ৩৮৯ জন। গত ২৪ ঘণ্টায় দেশে ২৬ হাজার ১৪৩টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৮ দশমিক ৯৭ শতাংশ। এর আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ৮ দশমিক ৫৩ শতাংশ। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার করা হয়েছে ১ কোটি ১৬ লাখ ৭১ হাজার ৭৯৫টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬৪ শতাংশ। সর্বশেষ তথ্যানুসারে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ১০৭ জনে। মোট শনাক্তকৃত রোগীর বিপরীতে মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২০৮ জন সুস্থ হয়েছেন বলে জানানো হয়েছে। দেশে এখন পর্যন্ত করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫১ হাজার ১১৩ জন। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৩১ শতাংশ।
×