ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চরফ্যাশনে গৃহবধুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, গ্রেফতার ১

প্রকাশিত: ২০:১৯, ১১ জানুয়ারি ২০২২

চরফ্যাশনে গৃহবধুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, গ্রেফতার ১

নিজস্ব সংবাদদাতা, চরফ্যাশন ॥ ভোলার চরফ্যাশনের জিন্নাগড় ৯ নং ওয়ার্ডে রাবেয়া বেগম (৩৫) নামের এক গৃহবধুকে শ্বাসরোধে হত্যার অভিযোগে মঙ্গলবার চরফ্যাশন থানায় মামলা হয়েছে। নিহতের ছেলে তানভীর হোসেন বাদী হয়ে পিতা জসিম ব্যাপারী এবং প্রতিবেশী তাসনুর নামের অপর এক নারীকে আসামী করে মামলাটি দায়ের করেছেন। থানা পুলিশ মামলার আসামী তাসনুরকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছেন এবং লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরণ করেছেন। থানা পুলিশ জানান, প্রতিবেশী বিধবা নারী তাছনুরের সাথে নিহতের স্বামী জসিমের পরকিয়ার সন্ধেহে স্বামী স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া হতো। এঘটনার জের ধরে মঙ্গলবার ভোর রাতে স্বামী জসিম তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর লাশ পরিধেয় ওরনা দিয়ে গাছের সাথে ঝুলিয়ে পালিয়ে যায় মর্মে অভিযোগ এনে নিহতের ছেলে থানায় মামলা করেছেন। চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন মিয়া জানান, নিহতের ছেলের অভিযোগের ভিত্তিতে হত্যা মামলা নেয়া হয়েছে এবং এক আসামীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
×