ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ওকালতনামার ডিজিটাল স্টিকার চালু করল সুপ্রীমকোর্ট বার

প্রকাশিত: ০১:২২, ১১ জানুয়ারি ২০২২

ওকালতনামার ডিজিটাল স্টিকার চালু করল সুপ্রীমকোর্ট বার

জনকণ্ঠ ডেস্ক ॥ বাংলাদেশ সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সদস্যদের জন্য ডিজিটাল ওকালতনামার স্টিকার উদ্বোধন করা হয়েছে। সোমবার সমিতির সম্পাদক ব্যারিস্টার মোঃ রুহুল কুদ্দুস কাজল কার্যকরী কমিটির সদস্যদের নিয়ে ডিজিটাল ওকালতনামা স্টিকার উদ্বোধন করেন। খবর অনলাইনের। নতুন এই ওকালতনামা স্টিকার ক্রয়ের সঙ্গে সঙ্গে প্রতিটি সদস্য কয়টি ওকালতনামা ক্রয় করেছেন, ক্রয়ের তারিখ এবং সময় সম্পর্কিত একটি মেসেজ (এসএমএস) পাবেন। নতুন ওকালতনামায় প্রতিটি সদস্যদের নাম, আইডি নম্বর, ছবি, ক্রয়ের তারিখ এবং সময় উল্লেখ থাকবে। সমিতির সম্পাদক ব্যারিস্টার মোঃ রুহুল কুদ্দুস কাজল ৯০০ টাকা দিয়ে প্রথম ওকালতনামাটি কিনে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। এ সময় রুহুল কুদ্দুস কাজল বলেন, নতুন এই ওকালতনামা চালুর মাধ্যমে আমাদের ওকালতনামা বিক্রয়ের স্বচ্ছতা আসবে। এতে ওকালতনামা জালিয়াতির যে ঘটনা বিভিন্ন সময় ঘটেছে তা থেকে সমিতি মুক্তি পাবে।
×