ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিষয় : বিজ্ঞান অধ্যায় : দশম (গতি) শ্যামল কুমার দত্ত

ষষ্ঠ শ্রেণির লেখাপড়া

প্রকাশিত: ০০:২২, ১১ জানুয়ারি ২০২২

ষষ্ঠ শ্রেণির লেখাপড়া

সিনিয়র শিক্ষক (অব.) গভ. ল্যাবরেটরি হাই স্কুল, ঢাকা ক) সঠিক উত্তরটি জেনে নেই : ১। গতিশীল বস্তুর অবস্থাকে বলা হয়- ক) গতি খ) স্থিতি গ) বেগ ঘ) ত্বরণ উত্তর : ক) গতি ২। একটি চলন্ত ট্রেনে অ ও ই দুই বন্ধু পাশাপাশি সিটে বসে থাকলে- ক) অ এর সাপেক্ষে ই স্থির খ) ই এর সাপেক্ষে অ গতিশীল গ) অ এর সাপেক্ষে ই গতিশীল ঘ) রাস্তায় পাশের গাছপালার সাপেক্ষে অ স্থির উত্তর : ক) অ এর সাপেক্ষে ই স্থির ৩। সময়ের সাথে কোন বস্তুর অবস্থানের পরিবর্তন না ঘটাকে কী বলে? ক) স্থিতি খ) গতি গ) সরণ ঘ) ত্বরণ উত্তর : ক) স্থিতি ৪। নিচের কোনটি গতির উদাহরণ? ক) স্থির বাস খ) স্থির ফুটবল গ) গাছ থেকে ফল পড়া ঘ) কোন ব্যক্তির দাড়িয়ে থাকা উত্তর : গ) গাছ থেকে ফল পড়া ৫। নিচের কোনটি স্থিতিশীল? ক) চলমান রিক্সা খ) হেঁটে চলা গ) ঘরবাড়ি ঘ) চলমান ট্রেন উত্তর : গ) ঘরবাড়ি ৬। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব জানতে চাইলে প্রসঙ্গ কাঠামো কোনটি হবে? ক) সূর্য খ) পৃথিবী গ) মধ্যবর্তী দূরত্ব ঘ) চাঁদ উত্তর : খ) পৃথিবী ৭। নিচের কোনটি সঠিক? ক) সকল গতিই পরম খ) সমগ্র বিশ্বজগৎ স্থিতিশীল গ) সকল স্থিতিই পরম ঘ) সকল স্থিতি বা গতিই আপেক্ষিক উত্তর : ঘ) সকল স্থিতি বা গতিই আপেক্ষিক ৮।অবস্থান অনুযায়ী বস্তুকে কয়ভাগে ভাগ করা যায়? ক) ২ খ) ৩ গ) ৪ ঘ) ৫ উত্তর : ক) ২ ৯।পৃথিবী থেকে সূর্যের দূরত্ব জানতে চাইলে পৃথিবী হবে- ক) স্থানাঙ্ক কাঠামো খ) আয়তন কাঠামো গ) প্রসঙ্গ কাঠামো ঘ) ত্রিমাত্রিক কাঠামো উত্তর : ঘ) প্রসঙ্গ কাঠামো ১০।নিচের কোন গতির ক্ষেত্রে গতিশীল বস্তুর সকল কণা একই সময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে? ক) দোলনগতি খ) পর্যাবৃত্ত গতি গ) চলন গতি ঘ) জটিল গতি উত্তর : গ) চলন গতি ১১। জটিল গতির উদাহরণ হলোÑ ক) বৈদ্যুতিক পাখার গতি খ) দোলনার গতি গ) পিছলে পড়ার গতি ঘ) সাইকেলের চাকার গতি উত্তর : ঘ) সাইকেলের চাকার গতি ১২। যদি কোন বস্তু সরললেখা বরাবর চলে তবে ঐ গতিকে কী বলে? ক) রৈখিক গতি খ) ঘূর্ণন গতি গ) জটিল গতি ঘ) দোলন গতি উত্তর : ক) রৈখিক গতি ১৩। নিচের কোনটি চলন গতি? ক) টেবিলের গতি খ) ঘড়ির গতি গ) টেবিলের ড্রয়ারের গতি ঘ) পাখার গতি উত্তর : গ) টেবিলের ড্রয়ারের গতি ১৪। চলন গতিকে কয় ভাগে ভাগ করা যায়? ক) ২টি খ) ৩টি গ) ৪টি ঘ) ৫টি উত্তর : ক) ২টি ১৫। রেলগাড়ির গতি কী ধরনের গতি? ক) ঘূর্ণন গতি খ) রৈখিক গতি গ) দোলন গতি ঘ) বক্রগতি উত্তর : গ) রৈখিক গতি ১৬। বৈদ্যুতিক পাখার গতি হলোÑ ক) সরলরৈখিক গতি খ) ঘুর্ণন গতি গ) বক্রগতি ঘ) স্পন্দন গতি উত্তর : ঘ) ঘূর্ণন গতি ১৭। ঘড়ির মিনিটের কাঁটার অগ্রভাগের গতি কোন ধরনের গতি? ক) চলন গতি খ) ঘূর্ণন গতি গ) বক্রগতি ঘ) স্পন্দন গতি উত্তর : ঘ) ঘূর্ণন গতি ১৮। কোন বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে কোন বস্তু যখন ঘুরতে থাকে তখন বস্তুটির গতিকে কী ধরনের গতি বলে? ক) রৈখিক গতি খ) ঘূর্ণন গতি গ) বক্রগতি ঘ) জটিল গতি উত্তর : খ) ঘূর্ণন গতি ১৯। যখন একই সাথে কোন বস্তুর চলন ও ঘূর্ণন গতি থাকে তখন ঐ বস্তুর গতিকে কী বলে? ক) সরল রৈখিক গতি খ) বক্র গতি গ) ঘূর্ণন গতি ঘ) জটিল গতি উত্তর : ঘ) জটিল গতি ২০। ড্রিল মেশিনের গতি হলো- ক) রৈখিক গতি খ) ঘূর্ণন গতি গ) চলমান গতি ঘ) ঘূর্ণন চলন গতি উত্তর : ঘ) ঘূর্ণন চলন গতি ২১। ১ মিনিটে ১.২ কিমি অতিক্রম করতে হলে কত বেগে গাড়ি চালাতে হবে? ক) ৩০ মিটার/মিনিট খ) ২০ কিলোমিটার/ঘণ্টা গ) ২০ মিটার/সেকেন্ড ঘ) ১০ মিটার/সেকেন্ড উত্তর : গ) ২০ মিটার/সেকেন্ড ২২। নিচের কোনটি সঠিক? ২৩। নির্দিষ্ট দিকে বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে কী বলে? ক) বেগ খ) সরণ গ) ত্বরণ ঘ) দূরত্ব উত্তর : ক) বেগ ২৪। বেগের একক কী? ক) মিটার খ) মিটার/সেকেন্ড গ) মিটার সেকেন্ড ঘ) সেকেন্ড উত্তর : খ) মিটার/সেকেন্ড ২৫। একটি গাড়ি ৩ সেকেন্ডে ৬০ মিটার দূরত্ব অতিক্রম করল। এর দ্রুতি কত? ক) ২০ মি./সে. খ) ৩০মি./সে গ) ১৫মি./সে. ঘ) ২ মি.সে উত্তর : ক) ২০মি./সে. ২৬। দূরত্ব মাপা হয়- ক) গজে খ) সেকেন্ডে গ) কি.মি. ঘ) মিটারে উত্তর : গ) মিটারে ২৭। তারেক ২০ সেকেন্ডে দক্ষিণ দিক ১২০ মি. গেল। তার বেগ কত? ক) ৬ মি.২ খ) ৬ মি.সে. গ) ৬ মি. ঘ) ৬ মি./ সে. উত্তর : ঘ) ৬ মি./সে. ২৮। নাহিয়ান কলেজের ক্রীড়া প্রতিযোগিতায় চারপাশ দৌড়ে ৫০০০ মি. ২৫ মিনিটে গেল। তার দ্রুতি কত? ক) ২.৩৩মি. / সে. খ) ৩.৩৩ মি. / সে. গ) ২ মি. / সে. ঘ) ৩মি. / সে. উত্তর : ৩.৩৩ মি. / সে. ২৯। কোনটির নির্দিষ্ট দিক আছে? ক) দ্রুতি খ) দূরত্ব গ) বেগ ঘ) সময় উত্তর : গ) বেগ খ) রচনামূলক প্রশ্ন : ১। পর্যাবৃত্ত গতি কাকে বলে? দুটি উদাহরণ দাও। উত্তর : কোন গতিশীল বস্তু যদি একই দিক থেকে একই পথ বারবার অতিক্রম করে তাহলে সে গতিকে পর্যাবৃত্ত গতি বলে। যেমন- বৈদ্যুতিক পাখার গতি পৃথিবীর নিজ অক্ষের উপর আবর্তন গতি। ২। ঘূর্ণন গতি ও ঘূর্ণন চলন গতির মধ্যে পার্থক্য কী? উত্তর : ঘূর্ণন গতি ও ঘূর্ণন চলন গতির পার্থক্য নিচে দেওয়া হলো- ৩) দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য কী? উত্তর : দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য নিচের দেওয়া হলো- ৪) মন্দন ও ত্বরণের মধ্যে পার্থক্য কী? উত্তর : মন্দন ও ত্বরণের মধ্যে পার্থক্য নিচে দেওয়া হলো- ৫) মনিরের বাড়ি থেকে স্কুলের দূরত্ব ১৫০০ মিটার। মনিরের স্কুলে পৌঁছাতে সময় লাগে ১৫ মিনিট। মনিরের দ্রুতি নির্ণয় কর। উত্তর : আমরা জানি, মনিরের দ্রুতি ১০০ মিটার/মিনিট ৬) দ্রুতি ও বেগের একক একই হওয়ার কারণ কী? উত্তর : দ্রুতি ও বেগ উভয়ের ক্ষেত্রে দূরত্বের পরিবর্তনের হারকে নির্দেশ করে। সুতরাং তাদের উভয়ের একক একই অর্থাৎ মিটার প্রতি সেকেন্ড। আমরা দ্রƒতির নির্দিষ্ট দিক নেই কিন্তু বেগের নির্দিষ্ট দিক আছে। ৭) পর্যাবৃত্ত ও স্পন্দন গতি এক নয় কেন? উত্তর : পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে বস্তু নির্দিষ্ট সময় পরপর একই পথে অতিক্রম করতে থাকে। অর্থাৎ গতিপথের কোন বিন্দুতে শুধুমাত্র একই দিক থেকে অতিক্রম করে। অপরদিকে স্পন্দনগতির ক্ষেত্রে বস্তু গতিপথের কোন বিন্দুকে নির্দিষ্ট সময় পরপর উভয় দিক থেকে অতিক্রম করে। ৮) পরম স্থিতি ও পরম গতি সম্ভব নয় কেন? উত্তর : আমরা সাধারণত কোন প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে অন্য বস্তুকে স্থিতিশীল বা গতিশীল বলে থাকি। কিন্তু এ মহাবিশ্বে এমন কোন প্রসঙ্গ বস্তু পাওয়া সম্ভব নয় যা প্রকৃতপক্ষে স্থির রয়েছে। কারণ পৃথিবী প্রতিনিয়ত সূর্যের চারদিকে ঘুরছে। কাজেই আমরা, যখন কোন বস্তুকে স্থিতিশীল বা গতিশীল বলি তা আমরা কোন আপাত স্থিতিশীল বস্তুর সাপেক্ষে বলে থাকি। এজন্যই পরম স্থিতি ও পরম গতি পাওয়া সম্ভব নয়। ৯) সূর্যের চারিদিকে পৃথিবীর গতি কী ধরনের গতি? ব্যাখ্যা কর। উত্তর : কোন গতিশীল বস্তু কণার গতি যদি এমন হয় যে, এটি এর গতিপথের কোন নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে অতিক্রম করে, তাহলে সেই গতিকে পর্যাবৃত্ত গতি বলে। পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরার সময় কোন নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পরপরই একই দিক থেকে অতিক্রম করে। তাই সূর্যের চারিদিকে পৃথিবীর গতি পর্যাবৃত্ত গতি। ১০) হৃদিতার বাড়ি থেকে স্কুলের দূরত্ব ১৮০০ মিটার। হৃদিতার স্কুলে পৌঁছতে সময় লাগে ২০ মিনিট। দ্রুতি নির্ণয় কর। = ৯০ মিটার/মিনিট হৃদিতার দ্রুতি ৯০ মিটার/মিনিট গ) ছোট প্রশ্নগুলোর উত্তর জেনে নেই- ১) দ্রুতি কী? উত্তর : সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তেনর হারই দ্রুতি। ২) দোলন গতি কী? উত্তর : কোন বস্তুর গতি যদি এমন হয় যে এটি তার গতিকালের অর্ধেক সময় যে কোন একদিকে এবং বাকি অর্ধেক সময় উর্ধগতির বিপরীত দিকে চলে তবে তার গতিকে দোলন গতি বলে। ৩) গতি কাকে বলে? উত্তর : সময়ের পরিবর্তনের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে কোন বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটাকে গতি বলে। ৪) স্থিতি কাকে বলে? উত্তর : সময়ের সাথে পর্যবেক্ষণের সাপেক্ষে কোন বস্তুর অবস্থানের পরিবর্তন না হলে ঐ অবস্থাকে স্থিতি বলে। ৫) প্রসঙ্গ কাঠামো কী কী হতে পারে? উত্তর : প্রসঙ্গ কাঠামো হতে পারে কোন ব্যক্তি, কোন বা যে কোন স্থান। ৬) সরণের একক কী? উত্তর : সরণের একক মিটার। ৭) ঘূর্ণন চলন গতি কাকে বলে? উত্তর : যখন একই সাথে কোন বস্তুর চলন ও ঘূর্ণন গতি থাকে তখন ঐ বস্তুটির গতিকে ঘূর্ণন চলন গতি বলে। ৮) ত্বরণের একক কী? উত্তর : ত্বরণের একক মিটার/সেকেন্ড ২ ৯) মন্দন কী ধরনের ত্বরণ- উত্তর : মন্দন হলো ঋণাত্মক ত্বরণ। ১০) মন্দন কাকে বলে? উত্তর : কোন বস্তুর বেগ প্রতি সেকেন্ডে যে পরিমাণ কমে তাকে মন্দন বলে।
×