ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে গোপন বৈঠক

জামায়াত-শিবিরের ১৫ নেতাকর্মী গ্রেফতার

প্রকাশিত: ০০:০৫, ১১ জানুয়ারি ২০২২

জামায়াত-শিবিরের ১৫ নেতাকর্মী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ ব্যস্ত এলাকা নগরীর সাহেববাজার মনিচত্বরে একটি রেস্তরাঁয় খাওয়ার ছলে গোপন বৈঠক থেকে জামায়াত-শিবিরের ১৫ নেতাকর্মীকে আটক করা হয়েছে। তারা রাষ্ট্রদ্রোহ বৈঠক করছিল। রবিবার রাতে গোয়েন্দা সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতাররা হলো হাফেজ খিজির আহমেদ, রবিউল ইসলাম, হাফেজ আঃ আজিজ, হাফেজ রবিউল ইসলাম, হাফেজ খলিলুর ইসলাম, রবিউল ইসলাম, কুদ্দুসুর রহমান, শফিকুল ইসলাম, আতিকুর রহমান, আব্দুল মালেক, নাফিজ ইমতিয়াজ মনন, দিসান ইফতে নাবিল, হাফেজ দেলোয়ার হোসেন, আবদুল আজিজ ও বাকি বিল্লাহ বায়েজিদ। ফরিদগঞ্জে ছাত্রী ধর্ষণ ও ভিডিও ॥ আটক তিন সংবাদদাতা ফরিদগঞ্জ, চাঁদপুর ॥ স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পথে ১০ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করেই ক্ষান্ত হয়নি ধর্ষক। ধর্ষণের ছবি ভিডিও করে ব্ল্যাকমেল করার গুরুতর অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের ভোটাল গ্রামে। ঘটনার পর রবিবার রাতে ধর্ষিতার মা বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেছে। পুলিশ মামলার প্রধান আসামি সাইসাংগা গ্রামের ফারুক মিঝির ছেলে শিমুল মিঝিকে (২৪) আটক করতে পারেনি। তবে ওই ঘটনার সহযোগী হিসেবে লিপি বেগম নামে এক গৃহবধূসহ ৩ জনকে আটক করেছে।
×