ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার শপথ

প্রকাশিত: ০০:০০, ১১ জানুয়ারি ২০২২

মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার শপথ

জনকণ্ঠ ডেস্ক ॥ নানা কর্মসূচীর মধ্য দিয়ে সোমবার পালন করা হয়েছে জাতির জনক শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। এসব কর্মসূচীতে বক্তারা মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার শপথ নেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। চট্টগ্রাম ॥ চট্টগ্রামে নানা কর্মসূচীর মাধ্যমে সোমবার পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। এ উপলক্ষে আওয়ামী লীগ, অঙ্গ সংগঠন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মসূচীর মধ্যে ছিল জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ প্রচার ইত্যাদি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও দিনটি যথাযোগ্য কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সকালে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন, সহসভাপতি নঈম উদ্দিন আহমেদ চৌধুরী, খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, কাজী আলতাফ হোসেন, নুর মোহাম্মদ নুরু প্রমুখ। সভা পরিচালনা করেন প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক। চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ, দক্ষিণ জেলা আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগ, আওয়ামী যুবলীগ, শ্রমিকলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের উদ্যোগেও দিনটি যথাযথ আনুষ্ঠানিকতায় পালিত হয়। এ উপলক্ষে আয়োজিত সভাগুলো থেকে বক্তারা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনায় সোনার বাংলা গড়ে তোলার শপথবাক্য উচ্চারণ করেন। চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ে (চবি) যথাযথ কর্মসূচীর মাধ্যমে দিবসটি পালিত হয়েছে। সকালে চবি বঙ্গবন্ধু চত্বরে বিশ^বিদ্যালয় পরিবারের সকলকে সঙ্গে নিয়ে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার ও উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে (চুয়েট), চট্টগ্রাম ভেটেরিনারি এ্যান্ড এ্যানিমেল সায়েন্সেস ইউনিভার্সিটি (সিভাসু), প্রিমিয়ার বিশ^বিদ্যালয়, ইউনির্ভাসিটি অব সায়েন্স এ্যান্ড টেকনোলজি চিটাগাং (ইউএসটিসি), সাদার্ন বিশ^বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি পালিত হয়। খুলনা ॥ খুলনায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, খুলনা সাংবাদিক ইউনিয়ন, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), খুলনা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে সোমবার যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও ভাস্কর্যে মাল্যদান, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। করোনা মহামারীর কারণে সীমিত পরিসরে খুলনা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে সকাল ৮টায় দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান ও বাদ মাগরিব দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ তালুকদার আব্দুল খালেকের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, আওয়ামী লীগ নেতা মল্লিক আবিদ হোসেন কবীর, কাজী এনায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, মুন্সি মাহবুব আলম সোহাগ প্রমুখ। রাজশাহী ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে রাজশাহী মহানগর আওয়ামী লীগ। সোমবার সকালে নগরীর আওয়ামী লীগ কার্যালয়ের পাশে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে শ্রদ্ধা জানিয়ে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন নেতাকর্মীরা। এসময় আওয়ামী লীগের সহযোগী, অঙ্গ সংগঠনের নেতারা পৃথকভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে নগর আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল করা হয়। এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার, সহসভাপতি মীর ইকবালসহ দলের অন্যান্য নেতাকর্মী। এদিকে সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বরিশাল ॥ সোমবার সকাল দশটায় নগরীর আওয়ামী লীগের দলীয় কার্যালয় চত্বরে বঙ্গবন্ধুুর প্রতিকৃতিতে পুষ্পাঘ্য অপর্ণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্রথমেই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সিটি কর্পোরেশনের কাউন্সিলররা। এরপর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুসের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগ। রংপুর ॥ রংপুরে শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে মহানগরীতে শোভাযাত্রা ও পথসভা করেছে আওয়ামী লীগ। সোমবার দুপুরে নগরীর শাপলা চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে জিলা স্কুল মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধু ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে পথসভা করেন তারা। বেলা সোয়া একটায় রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি ও সাধারণ সম্পাদক তুষারকান্তি ম-লের নেতৃত্বে জাতির জনকের ম্যুরালে মহানগর আওয়ামী লীগ ও বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
×