ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চট্টগ্রামে ফার্নিচারের দোকানে আগুন, ২ জনের মৃত্যু

প্রকাশিত: ২৩:৩৫, ১১ জানুয়ারি ২০২২

চট্টগ্রামে ফার্নিচারের দোকানে আগুন, ২ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ মহানগরীর পাহাড়তলী থানার কর্ণেলহাট এলাকায় ফার্নিচারের দোকানে সংঘটিত ভয়াবহ অগ্নেকা-ে দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে ২ জনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। সোমবার বিকেলে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। বৈদ্যুতিক ত্রুটিজনিত কারণে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের উপ-সহকারী কর্মকর্তা নিউটন দাশ জানান, বিকেল ৩টা ৫০ মিনিটে আগুনের সূত্রপাত হয় কর্ণেলহাট এলাকায় অবস্থিত পি টু পি ফার্নিচার তৈরির কারখানায়। বড় এ কারখানায় প্রায় একশ’ শ্রমিক কাজ করেন। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি স্টেশন থেকে দশটি গাড়ি দ্রুত অকুস্থলে ছুটে যায়। স্থানীয় লোকজনের সহায়তায় প্রায় দুইঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এরপরও প্রচ- ধোয়ার কারণে সেখানে প্রবেশ করে যথাযথ অনুসন্ধান চালানো কঠিন হয়ে পড়ে। ফায়ার সার্ভিস থেকে দুজনের মৃত্যুর সংবাদ নিশ্চিত করে জানানো হয়, এই সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে। আগুন লাগার পর বেশিরভাগ শ্রমিকই বেরিয়ে আসতে সক্ষম হয়। ফার্নিচারের কারখানা হওয়ায় সেখানে থাকা দাহ্যবস্তুর কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। পরে সেখান থেকে দুজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। আটকা পড়া আরও কেউ রয়েছেন কিনা তা অনুসন্ধান করে দেখা হচ্ছে। সিএমপির পাহাড়তলী থানা পুলিশও দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দগ্ধ হয়ে আহত অন্যদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
×