ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ভ্যাট ফাঁকি ॥ ‘র ক্যানভাস বার’ এ অভিযান, মামলা

প্রকাশিত: ২৩:২৩, ১১ জানুয়ারি ২০২২

ভ্যাট ফাঁকি ॥ ‘র ক্যানভাস বার’ এ অভিযান, মামলা

স্টাফ রিপোর্টার ॥ একদিকে অবৈধ মদের ব্যবসা, অন্যদিকে ভ্যাট ফাঁকি। এমন খবর পেয়ে গুলশানের বহুল আলোচিত ‘র ক্যানভাস বার’-এ অভিযান চালিয়েছে ভ্যাট গোয়েন্দা। সোমবার সেখানে ১ কোটি ৬৫ লাখ টাকার ভ্যাট ফাঁকির অভিযোগে ভ্যাট আইনে মামলা দায়ের করা হয়। জানা গেছে, গুলশানের আর এম সেন্টারের চতুর্থ তলায় ওই বারের লাইসেন্স থাকলেও সেখানে যে সব ক্রেতার লাইসেন্স নেই, তাদের কাছেও বিক্রি করা হতো মদ-বিয়ার। দামও রাখা হতো চড়া। এ নিয়ে প্রায়ই প্রতিষ্ঠানটিতে ক্রেতাদের সঙ্গে গ-গোল দেখা দেয়। ভ্যাট অফিস জানতে পারে, প্রতিষ্ঠানটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর থেকে লাইসেন্স নিয়ে বারে মদ ও মদজাতীয় দ্রব্য এবং রেস্টুরেন্টে খাবারের সেবা প্রদান করে। তবে এ ব্যবসা করতে গিয়ে ভ্যাটও ফাঁকি দেয়া হতো। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি প্রতিষ্ঠানটি প্রকৃত সেবা বিক্রি গোপন করে চালান ব্যতীত সেবা সরবরাহ করছে- এমন অভিযোগ করেন। বিপুল পরিমাণ ভ্যাট ফাঁকি দেয়ার অভিযোগ তদন্তে নামে ভ্যাট গোয়েন্দা। তারপরই সোমবার সংস্থার উপ-পরিচালক তানভীর আহমেদের নেতৃত্বে অভিযান চালানোর পর মামলা দায়ের করা হয়।
×