ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গোঁফ না ছাঁটায় সাসপেন্ড

প্রকাশিত: ২১:৪৪, ১১ জানুয়ারি ২০২২

গোঁফ না ছাঁটায় সাসপেন্ড

ভারতের মধ্যপ্রদেশে চুল ও গোঁফ ছাঁটতে অস্বীকৃতি জানানোয় এক পুলিশ কনস্টেবলকে সাময়িকভাবে সাসপেন্ড করা হয়েছে। সাময়িক বরখাস্ত পুলিশ কনস্টেবল রাকেশ রানা রাজ্য পুলিশের পরিবহন শাখায় গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন। কর্তৃপক্ষ কনস্টেবল রানার গোঁফকে ‘অযৌক্তিক’ ও ‘কুৎসিত’ অভিহিত তাকে চুল কাটতে ও গোঁফ ছাঁটতে নির্দেশ দেয়। কিন্তু রানা কর্তৃপক্ষের এই নির্দেশ পালন করতে ব্যর্থ হন। কর্তৃপক্ষের নির্দেশ পালন না করায় রানাকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করে অফিস আদেশ জারি করা হয়। তবে, এই নির্দেশকে ‘আত্মসম্মানের বিষয়’ উল্লেখ করে রানা তার গোঁফ কাটতে অস্বীকার করেন। -এনডিটিভি
×