ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নিউইয়র্কে অগ্নিকাণ্ডে ৯ শিশুসহ ১৯ জনের মৃত্যু

প্রকাশিত: ২১:৪৩, ১১ জানুয়ারি ২০২২

নিউইয়র্কে অগ্নিকাণ্ডে ৯ শিশুসহ ১৯ জনের মৃত্যু

ঘর গরম রাখার হিটারের গোলযোগ থেকে নিউইয়র্কের একটি আবাসিক ভবনে আগুন লেগে নয় শিশুসহ অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। আরও ৩২ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে জানিয়ে নিউইয়র্কের মেয়র এরিক এ্যাডামস বলেছেন, তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় রবিবার বেলা ১১টার দিকে ব্রঙ্কসের স্বল্প খরচের এ্যাপার্টমেন্ট ব্লক টুইন পার্কস এর নর্থ ওয়েস্ট ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। ঘর গরম রাখার হিটারের গোলযোগ থেকে লাগা ওই আগুনের ধোঁয়া ভবনজুড়ে ছড়িয়ে পড়ে। অগ্নিনির্বাপক বাহিনীর প্রায় ২০০ জন সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। তল্লাশির সময় ১৯ তলা ভবনটির প্রতিটি তলায় লাশ পাওয়া গেছে বলে জানিয়েছেন।
×