ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সুচির আরও ৪ বছর কারাদণ্ড

প্রকাশিত: ২১:৪২, ১১ জানুয়ারি ২০২২

সুচির আরও ৪ বছর কারাদণ্ড

মিয়ানমারের সেনানিয়ন্ত্রিত একটি আদালত সোমবার আউং সান সুচিকে আরও চার বছরের কারাদণ্ড দিয়েছে। লাইসেন্সবিহীন ওয়াকিটকি রাখাসহ বেশ কয়েকটি অভিযোগে তাকে এই শাস্তি দেয়া হয়েছে। রয়টার্সের খবরে বলা হয়, ওয়াকিটকি রেখে রফতানি-আমদানি আইন লঙ্ঘনে এবং সিগন্যাল জ্যামার বসানোর দায়ে তাকে এই কারাদণ্ড দেয়া হয়েছে। দুটি শাস্তি একই সঙ্গে চলবে। এর আগে করোনাসংক্রান্ত বিধিনিষেধ ভঙ্গ ও সামরিক সরকারের বিরুদ্ধে উস্কানি দেয়ার অভিযোগে গত ডিসেম্বরে তাকে ৪ বছরের কারাদণ্ড দেয়া হয়। পরে তা কমিয়ে দুই বছর করা হয়। ৭৬ বছর বয়সী নোবেলবিজয়ী সুচির বিরুদ্ধে প্রায় এক ডজন মামলা বিচারাধীন। সবগুলোর রায় হলে তার ১০০ বছরেরও বেশি কারাদণ্ড হতে পারে।
×