ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মাধবপুরে বৃদ্ধা বীরাঙ্গনা মাজেদা ৬ বছরেও পায়নি জমির দখল

প্রকাশিত: ২১:০৩, ১০ জানুয়ারি ২০২২

মাধবপুরে বৃদ্ধা বীরাঙ্গনা মাজেদা ৬ বছরেও পায়নি জমির দখল

নিজস্ব সংবাদদাতা, মাধবপুর ॥ মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের সুলতানপুর গ্রামের বীরমুক্তিযোদ্ধা বৃদ্ধা বীরাঙ্গানা মাজেদার দুই চোখে পানি। ৬ বছরেও পায়নি তার নামে বন্দোবস্তকৃত জমির দখল। উপজেলার মিরনগর গ্রামের জয়নাল মিয়া নামে এক প্রভাবশালী ব্যাক্তি বীরাঙ্গনা মাজেদার জমি জোরপূর্বক দখল করে রেখেছে। জমির ভোগদখল করতে গেলে তাকে প্রান নাশের হুমকি দিচ্ছে বীরাঙ্গনা মাজেদাকে। জমির দখল পেতে অসহায় বৃদ্ধা বীরাঙ্গনা মাজেদা মাধবপুর উপজেলা সহকারী কমিশনার এর নিকট আবেদন করেছেন। বীরাঙ্গনা মাজেদা বেগম বলেন, ১৯৭১ সালে পাক হানাদার বাহিনী তাদের দোসররা তার উপর পাশবিক নির্যাতন করে। সরকার তাকে বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষনা দিয়ে ভাতার পাশাপাশি ২০১৫ সালে মাধবপুর উপজেলার মিরনগর মৌজায় বসত ঘরের জন্য ৮ শতক জমি বন্দোবস্ত দেন। কিন্তু উক্ত জমিটি মিরনগর গ্রমের জয়নাল মিয়া নামে এক প্রভাবশালী ব্যাক্তি জোরপূর্বক ভাবে দখল করে রেখেছে। জমির দখল পেতে ২০১৬ সালে তৎকালীন উপজেলা নির্বাহী অফিসারের নিকট আবেদন করলে মাধবপুর থানা পুলিশ জমির সিমানা নির্ধারন করে দেয়। কিন্তু প্রভাবশালী জয়নাল মিয়া জমির সিমানা খুটি উপড়ে ফেলে জমি তার দখলে নিয়ে যায়। এর পর থেকে জমির কাছে গেলে তাকে প্রাণ নাশের হুমকি দেয়। এ ব্যাপারে মাধবপুর সহকারী কমিশনার ভুমি মোহাম্মদ মহিউদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা মাজেদার বন্দোবস্তকৃত জমি দখল মুক্ত করতে মাধবপুর থানাকে অবগত করা হয়েছে। প্রশাসন ও থানা পুলিশের সহযোগীতায় খুব দ্রুত জমি সমজিয়ে দেওয়া হবে।
×